এক্সপ্লোর
Advertisement
বিচারকের ফোনে আড়িপাতা: আইবি-কে প্রশ্ন করুক পুলিশ, জানালেন কেজরীবাল
নয়াদিল্লি: বিচারকদের ফোনে আড়িপাতা বিতর্কে নতুন ইন্ধন যোগ করলেন অরবিন্দ কেজরীবাল।
সম্প্রতি, দিল্লি পুলিশের বিরুদ্ধে বিচারকদের ফোনে আড়িপাতার অভিযোগ তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। খবরে প্রকাশ, এই প্রসঙ্গে কেজরীকে একটি চিঠি লেখেন দিল্লি পুলিশ কমিশনার অলোক কুমার ভার্মা। সেখানে তিনি কেজরীর কাছে তাঁর করা অভিযোগের স্বপক্ষে বিস্তারিত তথ্য চান বলে জানা যায়।
চিঠি পাওয়ার কথা এদিন খোলাখুলি না বললেও, এদিন ঘুরিয়ে অলোক কুমারকে জবাব দেওয়ার জন্য টুইটারকে বেছে নেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, আইবি (কেন্দ্রীয় গোয়েন্দা)-কে প্রশ্ন করুন, তারাই আপনাকে বলে দেবে।
সংবাদমাধ্যমের হাতে আসা ওই চিঠির প্রতিলিপিতে দেখা যাচ্ছে, অলোক কুমার ফোনে আড়িপাতার তত্ত্ব খণ্ডন করছেন। সেখানে কেজরীবালের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলছেন, যেমনটা আপনি জানেন, ফোনে আড়িপাতা অত্যন্ত গুরুতর বিষয়। আইন মেনে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত অনুমতি ছাড়া তা করা সম্ভব নয়। তাই আপনার অভিযোগ গুরুতর।
চিঠিতে তথ্যের সূত্র জানানোর জন্য কেজরীবালকে অনুরোধও করেন অলোক। বলেন, এই পরিস্থিতিতে এমন কোনও ঘটনার কথা আপনার জানা থাকলে তা বিস্তারিত জানান। পাশাপাশি, আপনি যদি সেই সূত্রের খোঁজও দেন, তাতেও উপকৃত হব। সেক্ষেত্রে, আমরা যথাযথ ব্যবস্থাগ্রহণ করব।
যদিও, কমিশনারের এমন কোনও চিঠির কথা অস্বীকার করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও চিঠি লেখা হলে তা গোপন হয়। ফলে, খুব বেশি লোকের পক্ষে তা জানার কথা নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement