এক্সপ্লোর
Advertisement
গোরক্ষপুর মন্দিরে আদিত্যনাথের সামনে হাঁটু গেড়ে বসে আশীর্বাদ নিলেন পুলিশ অফিসার! ভাইরাল ছবি
গোরক্ষপুর (উত্তরপ্রদেশ): সোস্যাল মিডিয়ায় ভাইরাল গোরক্ষনাথ মন্দিরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সামনে ইউনিফর্মে থাকা পুলিশ অফিসারের হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানানোর ছবি। গতকাল ছিল গুরুপূর্ণিমা। সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর পায়ের কাছে বসে আশীর্বাদ নেন তিনি।
আদিত্যনাথ ওই মঠের পীঠাধিশ্বর ও মহন্ত অর্থাত প্রধান পূজারীও।
প্রবীণ সিংহ নামে ওই পুলিশ অফিসার মুখ্যমন্ত্রীর সামনে হাতজোড় করে হাঁটু গেড়ে বসার ছবি ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছেন, সাফাই দিয়েছেন, মন্দিরে নিরাপত্তার ডিউটিতে ছিলাম। নিজের দায়িত্ব পূর্ণ আন্তরিকতার সঙ্গে শেষ করে ওখানে গিয়েছিলাম। সেখানে ভক্তরা আশীর্বাদ নিতে জড়ো হয়েছিলেন। ওনার প্রতি নিজের ভক্তি থেকেই আমি বেল্ট, টুপি ও অন্যান্য পোশাক সামগ্রী খুলে মাথা রুমালে ঢেকে পীঠাধিশ্বর মহন্ত যোগী আদিত্যনাথের আশীর্বাদ নিয়েছি। আমার গায়ের শার্ট ঘামে ভিজে গিয়েছিল। নিজের কর্তব্য উপেক্ষা করিনি। মহন্ত যোগী মন্দিরে দুটি অনুষ্ঠানে, একবার দশেরায়, আবার গুরু পূর্ণিমায় গুরুর আসনে বসেন। আমি সবসময় মন্দিরে প্রার্থনা করি যাতে সততা, দায়বদ্ধতার সঙ্গে দেশসেবা করতে পারি। বাবা গোরক্ষনাথের প্রতি নিজের অনুরাগ, ভক্তি দেখিয়েছি, আর কিছুই নয়।গোরক্ষনাথের সার্কল অফিসার পদে রয়েছেন তিনি।
তবে আইজি সিভিল ডিফেন্স অমিতাভ ঠাকুরের স্পষ্ট কথা, এ ব্যাপারে পুলিশ ম্যানুয়ালের নির্দেশ অত্যন্ত পরিষ্কার। তিনি বলেছেন, এটা ধূসর জায়গা, যে কোনও ভাবেই ব্যাখ্যা করা যায়। কিন্তু একজন পুলিশ অফিসারের নিজের উর্দির মর্যাদা রক্ষা করা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement