এক্সপ্লোর
Advertisement
শপথ গ্রহণের ব্যাপারে জানতেনই না,অজিতের কথায় রাজভবনে গিয়েছিলেন, দাবি দুই এনসিপি বিধায়কদের
দ্রুত পটপরিবর্তন ঘটছে মহারাষ্ট্রের রাজ্যে রাজনীতির। এদিন সাতসকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিত পাওয়ারের। এমনটা যে হতে পারে, তা সম্ভবত কেউ টেরও পাননি। কীভাবে পুরো ঘটনা ঘটল, রাজভবনে অজিতের সঙ্গে যে এনসিপি বিধায়করা ছিলেন, তাঁরা তা জানিয়েছেন।
মুম্বই:দ্রুত পটপরিবর্তন ঘটছে মহারাষ্ট্রের রাজ্যে রাজনীতির। এদিন সাতসকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিত পাওয়ারের। এমনটা যে হতে পারে, তা সম্ভবত কেউ টেরও পাননি। কীভাবে পুরো ঘটনা ঘটল, রাজভবনে অজিতের সঙ্গে যে এনসিপি বিধায়করা ছিলেন, তাঁরা তা জানিয়েছেন।
এনসিপি বিধায়ক শিনগানে বলেছেন, রাজভবনে কী হতে চলেছে, তা তাঁদের কারুরই জানা ছিল না। অজিত পাওয়ারের কথায় তাঁরা সেখানে গিয়েছিলেন। বুলঢানার বিধায়ক দাবি করেছেন, রাজভবনে মোট দশ বিধায়ক ছিলেন। কোনও বিধায়কেরই শপথগ্রহণের বিষয়ে জানা ছিল না। অজিত পাওয়ারের এই আচরণ যে পছন্দ হয়নি তা জানিয়েছেন তিনি।
এনসিপি বিধায়ক সুনীল ভুসারা বলেছেন, অজিত পাওয়ার তাঁদের ধোঁকা দিয়ে নিয়ে গিয়েছিলেন। শপথ গ্রহণের ব্যাপারে তাঁদের জানা ছিল না।
উল্লেখ্য, এর আগে এনসিপি ও শিবসেনার যৌথ সাংবাদিক বৈঠকে শরদ পাওয়ার বলেন, অজিত পাওয়ারের সঙ্গে যাঁরা রাজভবনে গিয়েছিলেন, তাঁরা দলের সঙ্গেই রয়েছেন। রাজভবনে উপস্থিত বিধায়ক রাজেন্দ্র শিনগানে সাংবাদিক বৈঠকে ছিলেন। শরদ পাওয়ারের অভিযোগ, দলের এক বৈঠকে বিধায়কদের উপস্থিতির কাগজ অজিত সমর্থনপত্র হিসেবে রাজ্যপালকে দিয়েছেন।
পাওয়ার বলেন, অজিত দলের কয়েকজন বিধায়ককে নিয়ে রাজভবনে গিয়েছিলেন। অজিতের শপথগ্রহণের ব্যাপারে সকালে জানতে পারেন তিনি। পাওয়ার বলেছেন, বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত অজিতের নিজের। এনসিপি এই সিদ্ধান্তের সঙ্গে নেই। যে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন, তা নেওয়া হবে। বিজেপিকে সমর্থন করবে না এনসিপি।
অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কে পাওয়ার বলেন, দলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিক বৈঠকে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বলেছেন, লুকিয়ে-চুরিয়ে সরকার গঠন করা হয়েছে। নতুন সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement