এক্সপ্লোর
Advertisement
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, ‘জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল’, ট্যুইট মুখ্যমন্ত্রীর
প্রণব মুখোপাধ্যায় মানে ভারতীয় রাজনীতির চাণক্য। সমস্ত দলের কাছে তিনি ছিলেন শিক্ষকের মতো। সোমবার প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক বিভেদ ভুলে, সবাই ডুব দিয়েছেন প্রণব’দার স্মৃতিচারণায়।
নয়াদিল্লি ও কলকাতা: প্রণব মুখোপাধ্যায় মানে ভারতীয় রাজনীতির চাণক্য। সমস্ত দলের কাছে তিনি ছিলেন শিক্ষকের মতো। সোমবার প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক বিভেদ ভুলে, সবাই ডুব দিয়েছেন প্রণব’দার স্মৃতিচারণায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেছেন, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত দেশ। দেশের উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য। একজন পণ্ডিত, একজন স্টেটসম্যান হিসেবে তিনি রাজনীতি ও সমাজের সর্বস্তরে প্রশংসিত ছিলেন।
নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রপতির আসনে প্রণব! আদ্যন্ত কংগ্রেসি! কিন্তু, নিজের সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে তাঁর চেয়ে ভাল করে আর কেই বা সচেতন হতে পারেন! তাই রাজনৈতিক পোশাক বাইরে ছেড়েই রাইসিনা হিলসে প্রবেশ করেছিলেন প্রণব! নরেন্দ্র মোদিও বারবারই বলেছেন, কীভাবে প্রণব অভিভাবকের মতো তাঁকে গাইড করেছেন!
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। ট্যুইটারে তিনি লিখেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর নেই, শোনার পর দুঃখ হচ্ছে। এক যুগের অবসান হল। তিনি ভারত মাতার সেবা করে গিয়েছেন। তাঁকে হারিয়ে শোকাহত গোটা দেশ। তাঁর পরিবার, বন্ধু এবং সমস্ত নাগরিকের প্রতি সমবেদনা জানাই
ইন্দিরা গান্ধী থেকে রাহুল গাঁধী। তিন প্রজন্ম ধরে কংগ্রেসকে পথ দেখিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। যখনই সঙ্কট এসেছে, সমাধানের জন্য তাঁর দ্বারস্থ হয়েছে দল। রাহুল কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার আগে গেছিলেন প্রণবের আশীর্বাদ নিতে....
সামনে সেই ছবি, যেখানে রাহুলের কপালে তিলক এঁকে দিচ্ছেন প্রণব!
সোমবার প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাহুল। তিনি ট্যুইট করে বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে দুঃখিত গোটা দেশ। দেশবাসীর সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর (প্রণব মুখোপাধ্যায়) পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক কয়েক দশকের।
মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল গঠন করলেও, দাদা-বোনের সেই সম্পর্ক থেকেই গিয়েছে। সোমবার প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর, মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় জানিয়েছেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। ...এই মৃত্যুতে জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। ...দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রণববাবু ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারত রত্ন উপাধির বাইরেও এই ছিল তাঁর সবচেয়ে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের। ব্যক্তিগতভাবে প্রণববাবু আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিভিন্ন সময়ে আমি তাঁর ঘনিষ্ঠ ও মূল্যবান উপদেশ পেয়েছি। তিনি আমার জীবনে অভিভাবকতুল্য ছিলেন। আমি তাঁর পুত্র, কন্যা, পরিবার ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আজীবন কংগ্রেসি রাজনীতি করেছেন। ২০০৯ এবং ২০১১ সালে এরাজ্যে বামেদের বিরুদ্ধে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যে জোট হয়েছিল, তার অন্যতম কারিগর ছিলেন প্রণব মুখোপাধ্যায়। যদিও, বামেদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত ভাল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় রাজনীতিতে যে বিরাট শূন্যস্থান তৈরি হল, তা আর কখনওই পূরণ হবে না। দল-মত যা-ই হোক, এব্যাপারে নিশ্চিত সকলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement