এক্সপ্লোর
Advertisement
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে ফিরছেন প্রশান্ত কিশোর?
নয়াদিল্লি: পোল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর কি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে ফিরতে চলেছেন? একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনই বলা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকবার দেখা হয়েছে কিশোরের। তাঁরা ফের একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনা করছেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র দেশজোড়া সাফল্যের পিছনে কিশোরের কৌশল ছিল বলে মনে করে রাজনৈতিক মহল। তবে এরপরেই বিজেপি ছাড়েন কিশোর। তাঁর সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের দূরত্ব তৈরি হয় বলে জানা যায়। তবে শোনা যাচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রীই কিশোরের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার উদ্যোগ নিয়েছেন। বিজেপি-তে ফিরলে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করবেন কিশোর।
বিজেপি ছাড়ার পর জেডিইউ-এর সঙ্গে কাজ করেন কিশোর। তিনি বিহারে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারকে বিশাল জয় পেতে সাহায্য করেন। পরে কংগ্রেস শিবিরে যোগ দেন কিশোর। তিনি উত্তর প্রদেশ ও পঞ্জাবে বিধানসভা নির্বাচনের দায়িত্ব পেয়েছিলেন। পঞ্জাবে জয় পেলেও, উত্তর প্রদেশে হেরে যায় কংগ্রেস। গুজরাতে বিধানসভা নির্বাচনে আর কিশোরকে দায়িত্ব দেয়নি কংগ্রেস। সম্ভবত এই ঘটনার জেরেই কিশোরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement