এক্সপ্লোর
Advertisement
অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা: কেন্দ্রের অর্ডিন্যান্সে স্বাক্ষর রাষ্ট্রপতির
নয়াদিল্লি: সব জল্পনার অবসান! রাজ্যগুলির জন্য অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা অন্তত এবারের জন্য আর বাধ্যতামূলক নয়। কেন্দ্রের অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করায় অনিশ্চয়তার মেঘ কাটল ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা অসংখ্য পড়ুয়ার মাথার ওপর থেকে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়ে দেন, চলতি শিক্ষাবর্ষের জন্য মেডিক্যালে রাজ্যগুলির আলাদা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন, এই বছরের মতো রাজ্য সরকারগুলি ছাড় পেয়েছে। একমাত্র সরকারি কলেজের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য হবে। তবে, বেসরকারি কলেজগুলিকে এনইইটি-র মাধ্যমেই ভর্তি নিতে হবে।
মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে এবার অভিন্ন প্রবেশিকা ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের আর্জি খারিজ করে দিয়ে রাজ্যভিত্তিক মেডিক্যাল জয়েন্ট বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। বাধ্যতামূলক করা হয় অভিন্ন প্রবেশিকা। একাধিক রাজ্য এবারের জন্য ছাড় দেওয়ার আবেদন জানালেও, তাতে মান্যতা দেননি বিচারপতিরা। বিপাকে পড়েন হাজার হাজার পরীক্ষার্থী।
এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। পরীক্ষার্থীরা যাতে এবারের জন্য নিজের রাজ্য আয়োজিত মেডিক্যাল জয়েন্টে বসতে পারে, সে জন্য শুক্রবার অর্ডিন্যান্স পাস করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। কেন অর্ডিন্যান্স আনা হল, জানতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রকের কাছে ব্যাখ্যা তলব করেন রাষ্ট্রপতি। সোমবার তাঁর সঙ্গে দেখা করে ব্যাখ্যা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই অর্ডিন্যান্সে ছাড়পত্র দেন প্রণব মুখোপাধ্যায়।
নাড্ডা বলেন, সুপ্রিম কোর্টে রাজ্যগুলি নিজেদের বক্তব্য সঠিকভাবে তুলে ধরতে পারেনি। সাংসদরা পরে সংসদে নিজেদের বক্তব্য পেশ করেন। গত ১৬ মে সর্বদলীয় বৈঠকে অনেক রাজ্যই এবছরের মতো এনইইটি থেকে অব্যাহতি চায়। তাদের দাবি ছিল, সিলেবাস, আঞ্চলিক ভাষা এবং শেষ মুহূর্তে জানতে পারার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ১৭ মে হওয়ার কথা ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে ওইদিনের পরীক্ষায় বসেন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হতে চাওয়া পড়ুয়ারা। ইতিমধ্যে গত ১ মে হয়ে গিয়েছে এনইইটি-র প্রথম পর্যায়ের পরীক্ষা। দেশের সাড়ে ছ’লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষা দিয়েছেন। পরের পরীক্ষা ২৪ জুলাই। কিন্তু ২৪ জুলাইয়ের অভিন্ন প্রবেশিকায় বসতে হবে না রাজ্যের মেডিক্যাল পরীক্ষার্থীদের। মেডিক্যালে ভর্তি হতে ছাত্রছাত্রীরা দিতে পারবেন রাজ্যের মেডিক্যাল জয়েন্ট। শুধুমাত্র এবারের জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement