এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে থানায় ইভটিজিংয়ের নালিশ জানাতে গিয়ে পোশাক, চুড়ি, লকেট নিয়ে কটাক্ষ পুলিশকর্মীর, ভিডিও পোস্ট প্রিয়ঙ্কার
প্রিয়ঙ্কার ট্যুইট, একটি মেয়ে ইভটিজিংয়ের অভিযোগ করতে গিয়ে থানায় এরকম ব্যবহার পাচ্ছে। একদিকে উত্তরপ্রদেশের মহিলাদের ওপর আক্রমণ কমছে না, অন্যদিকে আইনের রক্ষকরা এরকম আচরণ করেছেন। মহিলাদের প্রতি ন্যয়বিচারের প্রথম ধাপ হল, আগে তাদের কথা শোনা।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করতে যাওয়া মহিলাকে থানায় পুলিশকর্মীর হেনস্থার অভিযোগের একটি ভিডিও পোস্ট করলেন প্রিয়ঙ্কা গাঁধী। ভিডিওটি ট্যুইটারে দিয়ে উত্তরপ্রদেশ পুলিশের তীব্র নিন্দা করে ক্ষোভ জানিয়েছেন কংগ্রেস নেত্রী। ভিডিওটিতে মহিলাটিকে গয়না পরায় কটাক্ষ করতে দেখা গিয়েছে এক পুলিশকর্মীকে।
छेड़खानी की रिपोर्ट लिखवाने गई लड़की के साथ थाने में इस तरह का व्यवहार हो रहा है।
एक तरफ उत्तर प्रदेश में महिलाओं के खिलाफ अपराध कम नहीं हो रहे, दूसरी तरफ कानून के रखवालों का ये बर्ताव।
महिलाओं को न्याय दिलाने की पहली सीढ़ी है उनकी बात सुनना।
Video credits @benarasiyaa pic.twitter.com/J0FdqBR2Tt
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 25, 2019
পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কার দেওয়া ভিডিওতে মহিলাটি বলছেন, কিভাবে একদল লোক তাঁকে ইভটিজিং করেছে। প্রতিবাদ করায় তাঁর ভাইকে মারধর করেছে তারা। আর সে ব্যাপারে থানায় নালিশ জানাতে গেলে পুলিশকর্মীটি তাঁর পরনের পোশাক, চুড়ি, লকেট নিয়ে কটাক্ষ করেন, তাঁর পরিবারেরও সমালোচনা করেন। প্রিয়ঙ্কার ট্যুইট, একটি মেয়ে ইভটিজিংয়ের অভিযোগ করতে গিয়ে থানায় এরকম ব্যবহার পাচ্ছে। একদিকে উত্তরপ্রদেশের মহিলাদের ওপর আক্রমণ কমছে না, অন্যদিকে আইনের রক্ষকরা এরকম আচরণ করেছেন। মহিলাদের প্রতি ন্যয়বিচারের প্রথম ধাপ হল, আগে তাদের কথা শোনা।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে যোগী আদিত্যনাথ সরকারকে কাঠগড়ায় তুলে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে সরব প্রিয়ঙ্কা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement