এক্সপ্লোর
রাজস্থানে হাসপাতালে মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা না করায় ফের প্রিয়ঙ্কা গাঁধীর সমালোচনা মায়াবতীর
ফের বিএসপি নেত্রী মায়াবতীর নিশানায় কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। ব্যক্তিগত সফরে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু রাজস্থানের কোটায় সরকারি হাসপাতালে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর দুঃখজনক ঘটনাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ করে প্রিয়ঙ্কাকে একহাত নিলেন মায়াবতী।
![রাজস্থানে হাসপাতালে মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা না করায় ফের প্রিয়ঙ্কা গাঁধীর সমালোচনা মায়াবতীর Priyanka Was In Rajasthan, Didnt Have Time To Wipe Tears Of Kota Childrens Mothers: Mayawati রাজস্থানে হাসপাতালে মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা না করায় ফের প্রিয়ঙ্কা গাঁধীর সমালোচনা মায়াবতীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/19154719/Mayawati.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: ফের বিএসপি নেত্রী মায়াবতীর নিশানায় কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। ব্যক্তিগত সফরে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু রাজস্থানের কোটায় সরকারি হাসপাতালে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর দুঃখজনক ঘটনাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ করে প্রিয়ঙ্কাকে একহাত নিলেন মায়াবতী।
হিন্দি ভাষায় ট্যুইট করে মায়াবতী বলেছেন, ‘এই কংগ্রেস নেত্রী কুম্ভীরাশ্রু বিসর্জনের জন্য নিয়মিত উত্তরপ্রদেশে আসেন। কিন্তু রাজস্থানে তাঁর ব্যক্তিগত সফরে কোটায় মৃত শিশুদের মায়েদের চোখের জল মোছার জন্য সামান্য সময় দেওয়ার কথা ভাবলেন না তিনি। অথচ তিনিও একজন মা। এটা খুবই দুর্ভাগ্যজনক’।
মায়াবতীর দাবি, কংগ্রেস, বিজেপি বা অন্যদল মতো বিএসপি সস্তা রাজনীতি করতে কোনও ইস্যুতে দুমুখো অবস্থান নেয় না।
মায়াবতী বলেছেন, ‘এমন একটা পরিস্থিতি অন্যান্য দলগুলির মতো কংগ্রেসও নিজেদের বদলাতে প্রস্তুত নয় এবং এর সাম্প্রতিক উদাহরণ কংগ্রেস শাসিত রাজস্থানের কোটা হাসপাতালে সরকারি অবহেলার কারণে এতগুলি শিশুর মৃত্যু’।
শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রিয়ঙ্কা জয়পুরে গিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)