এক্সপ্লোর
Advertisement
কেরলে বিয়েবাড়িতে মহিলাদের অজান্তে ছবি তুলে মর্ফ করে পর্নোগ্রাফিতে! তদন্তে বিশেষ দল, 'গুরুতর' অভিযোগ, বললেন মুখ্যমন্ত্রী
তিরুঅনন্তপুরম: বিয়েবাড়িতে মহিলাদের অজান্তে তাদের ছবি তুলে মর্ফ করে পর্নোগ্রাফিতে লাগিয়ে দেওয়া হচ্ছে! কেরলে শোরগোল এমনই চাঞ্চল্যকর অভিযোগে। এ ব্যাপারে বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছে বলে বিধানসভায় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বিয়ের আসরে মহিলাদের না জানিয়েই তাদের ছবি তুলে মর্ফ করে পর্নোগ্রাফিতে ব্যবহারে অভিযুক্ত করা হয়েছে সদায়ম স্টুডিও নামে এক ফটোগ্রাফি সংস্থার মালিক ও কর্মীদের।
কোঝিকোড়ের ভাদাকারার ওই স্টুডিওর দুই মালিক দীনেশন ও সতীশনকে গ্রেফতার করা হয়েছে, কেলেঙ্কারিতে যুক্ত বিবীশ নামে আরেকজনের খোঁজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি খুবই গুরুতর।
পুলিশ স্টুডিও সিল করে দিয়েছে। সেখান থেকে বহু নথি মিলেছে বলে জানান তিনি বিধানসভায় এক সদস্য জানান, এলাকার মহিলারা, তাঁদের পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছেন এই আশঙ্কায় যে, ওই স্টুডিওকে পারিবারিক অনুষ্ঠানে ছবি তোলার কাজ দেওয়া হয়েছিল, আর সেই সুযোগে তাদের লোকজন লুকিয়ে ছবি তুলে মর্ফ করে অশ্লীল ছবিতে লাগিয়ে দেয়নি তো! তাঁদের দাবি, সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দিক।
কেরল রাজ্য়. মহিলা কমিশনও স্বতঃপ্রনোদিত হয়ে বিষয়টি হাতে তুলে নিয়েছে, মামলা করে কোঝিকোড়ের পুলিশ সুপারকে বলেছে, তিনি বিশেষ টিম গড়ে অভিযোগের তদন্তে নামুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement