এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মুসলিম মহিলাদের বাঁচাতে প্রথম স্ত্রী জীবিত থাকলে মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে অপরাধ বলে গণ্য করা হোক, মত শঙ্করাচার্য সরস্বতীর
অযোধ্যায় রামমন্দির তৈরির ইস্যুতে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, শুরু থেকেই রামমন্দির ইস্যুতে বিজেপি জনমানসে একটা ভুল ধারণা তৈরি করেছে যে, একমাত্র ওরাই রামমন্দির বানাবে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রামমন্দির তৈরি করতে পারবে না, কেননা সেটা প্রতিটি সাংসদ যে ধর্মনিরপেক্ষতা রক্ষার শপথ নেন, তার পরিপন্থী হবে।
মথুরা: কেন সংসদে তিন তালাক বিল পেশ, প্রশ্ন তুলে দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী বললেন, প্রথম স্ত্রী জীবিত থাকা পর্যন্ত মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে অপরাধ বলে গণ্য করা হোক, সেটাই মুসলিম মহিলাদের কষ্ট থেকে বাঁচানোর একমাত্র উপায়। এখানে সাংবাদিকদের তিনি আরও বলেন, স্বামীকে জেলে ঢুকিয়ে দিলে স্ত্রী পেট চালানোর রসদ পাবেন কোথা থেকে? হিন্দু কোড বিলের ধাঁচে একটি আইন করা হোক যাতে প্রথম স্ত্রী যতদিন বেঁচে থাকবেন, ততদিন মুসলিম সমাজে পুরুষের দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ করে অপরাধ হিসাবে দেখা হবে।
অযোধ্যায় রামমন্দির তৈরির ইস্যুতে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, শুরু থেকেই রামমন্দির ইস্যুতে বিজেপি জনমানসে একটা ভুল ধারণা তৈরি করেছে যে, একমাত্র ওরাই রামমন্দির বানাবে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রামমন্দির তৈরি করতে পারবে না, কেননা সেটা প্রতিটি সাংসদ যে ধর্মনিরপেক্ষতা রক্ষার শপথ নেন, তার পরিপন্থী হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর একমাত্র ধর্মাচার্যরাই মন্দির গড়বেন বলে দাবি করেন তিনি।
সরস্বতী আরও দাবি করেন, বাবর কখনও অযোধ্যায় পা-ই রাখেননি, তাই তাঁর মসজিদ তৈরির প্রশ্নই ওঠে না। সেটা না জেনেই ১৯৯২-এ বিজেপি, আরএসএসের লোকজন সেখানকার মন্দিরটি ধ্বংস করেন।
দলত্যাগ বিরোধী আইনেও বদলের পক্ষে সওয়াল করেন শঙ্করাচার্য, বলেন, কোনও জনপ্রতিনিধি দল ছেড়ে অন্য দলে গেলে তাঁর কেন্দ্রে নতুন করে নির্বাচন হওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement