এক্সপ্লোর
Advertisement
পঞ্জাব থেকে মধ্যপ্রদেশ এলেন এক মহিলা তাঁর হিরো আইপিএস অফিসার সচিন অতুলকারের সঙ্গে দেখা করতে!
উজ্জয়নী: সিনে দুনিয়ার নায়ক বা ক্রিকেটারদের পাগল মহিলা-ভক্তের সংখ্যা অগুনতি। কিন্তু পুলিশের বড়কর্তা বা সরকারি আধিকারিকদেরও যে পাগল মহিলা-ভক্ত থাকতে পারে তার জ্বলন্ত উদাহরণ মধ্যপ্রদেশের এক ঘটনা।
পঞ্জাবের হোসিয়ারপুর থেকে এক মহিলা মধ্যপ্রদেশ এসেছেন শুধুমাত্র তাঁর স্বপ্নের পুরুষটির সঙ্গে দেখা করতে। তাঁর স্বপ্নের পুরুষ মানুষটি হলেন আইপিএস অফিসার সচিন অতুলকার।
তিনদিন আগে উজ্জয়নী এসে পৌঁছেছেন হোসিয়ারপুরের বাসিন্দা ২৭ বছরের ওই মহিলা। সচিন বর্তমানে উজ্জয়নীর এসপি পদে রয়েছেন। তবে এই পাগল মহিলা ভক্তের পাগলামিতে জেরবার সেখানকার প্রশাসনের কর্তারা। তাঁরা এখন আপাতত সেই মহিলাকে বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানোর চেষ্টা করছেন।
ওই মহিলার সঙ্গে কথা বলে জানা গিয়েছে অতুলকারের সুন্দর, সুঠাম চেহারা সোশ্যাল মিডিয়ায় দেখে তিনি তাঁর প্রেমে পাগল। মহিলার বাবা-মাকেও ডেকে পাঠানো হয়েছে, কিন্তু মেয়ে তাঁর হিরোর সঙ্গে দেখা না করে ফিরবেন না বলে জানিয়েছেন। মেয়েটি মনস্তত্ত্ববিদ নিয়ে পড়াশোনা করে এই পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন।
এর আগে যখন সাগর জেলার এসপি ছিলেন অতুলকার, সেই সময় সাত বছরের এক ছেলের বাবা-মা তাঁকে আর্জি জানিয়েছিলেন তিনি যদি তাঁর ছেলেকে অটোগ্রাফ না দেন তাহলে সে খাওয়াদাওয়া বন্ধ করে দেবে। সেবার সাত বছরের ছেলের অনুরোধ রাখলেও, এবার ওই মহিলার আবদার রাখতে নারাজ। অতুলকারের কথায় পেশাদার কারণে তিনি সকলের সঙ্গে দেখা করতে প্রস্তুত হলেও, ব্যক্তিগত কারণে কারও সঙ্গে দেখা করবেন না।
ফিটনেস প্রিয় অতুলকার প্রতিদিনই ৭০ মিনিট করে জিমে কাটান। এখনও বিয়ে করেননি এই আইপিএস অফিসার। সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানে একাধিক পুরস্কার পেয়েছেন সচিন।
দেখুন তাঁর আরও কিছু ছবি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement