পটনায় রাবড়িদেবীর ২০ কোটি টাকা মূল্যের ১৮টি ফ্ল্যাট রয়েছে, দাবি বিজেপির
পটনা: অবৈধ সম্পত্তি মামলায় ফের লালুপ্রসাদের পরিবারের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। তাদের দাবি, কেবলমাত্র রাবড়িদেবী ১৮টি ফ্ল্যাটের মালকিন, যার মোট মূল্য প্রায় ২০ কোটি টাকা। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছে আরজেডি।
এদিন বিহার বিজেপির শীর্ষ নেতা সুশীল কুমার মোদী অভিযোগ করেন, পটনার সগুনা মোড়ের কাছে রঞ্জন পথে এবং শেখপুরায় রাবড়িদেবীর নামে দুটি জমি রয়েছে। সুশীলের দাবি, রাবড়িদেবী যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং লালুপ্রসাদ ছিলেন রেলমন্ত্রী, সেই সময় এই জমির নথিভুক্তিকরণ হয়।
তাঁর অভিযোগ, তিনজনের থেকে রাবড়িদেবী ওই দুটি জমি নিজের নামে হস্তান্তর করেছিলেন। সুশীলের দাবি, জমির বদলে ওই ব্যক্তিদের রেলে বিভিন্ন বরাত দেওয়া হয়েছিল অথবা তাদের অন্যভাবে উপকৃত করা হয়েছিল।
সুশীলের আরও দাবি, ২০১১ সালে স্রেয়া কনস্ট্রাকশনের সঙ্গে একটি চুক্তি হয় রাবড়িদেবীর। সেখানে ওই দুটি জমির ওপর নির্মাণ করে ওই সংস্থা। সেখানে মোট ৩৬টি ফ্ল্যাট ছিল। চুক্তি অনুযায়ী, ৫০ শতাংশ, অর্থাৎ ১৮টি ফ্ল্যাট রাবড়িকে দেওয়া হয়। এই ফ্ল্যাটগুলির মোট মূল্য প্রায় ২০ কোটি টাকা।
সুশীল মোদী জানান, এক হাজার কোটি টাকা মূল্যের বেনামি সম্পত্তি মামলায় লালুপ্রসাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আদৌ ব্যবস্থা নেবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁর মতে, এর চয়ে ভাল আয়কর দফতরের দ্বারস্থ হওয়া।
যদিও, বিজেপির যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন দাবি করে খারিজ করেছে লালুপ্রসাদের দল আরজেডি। দলের মুখপাত্র তথা আরজেডি বিধায়ক শক্তিসিংহ যাদবের কটাক্ষ, সুশীল সম্ভবত তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাই সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য লালুপ্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে এধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন।