এক্সপ্লোর
Advertisement
‘মানসিকতায় পুরোপুরি ভারতীয় নন’, বরখাস্ত করা হোক রাজনকে, মোদীকে চিঠি স্বামীর
নয়াদিল্লি: রঘুরাম রাজন সম্পর্কে ফের প্রবল আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি সুব্রহ্মণ্যম স্বামীর। গত সপ্তাহেই রিজার্ভ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। এবার চিঠি দিয়ে তাঁর অপসারণ চাইলেন কেন্দ্রের শাসক দলের এই নেতা। তাতে তিনি বলেছেন, মানসিকভাবে পুরোপুরি ভারতীয় নন রাজন। জেনেশুনে ইচ্ছা করেই দেশের অর্থনীতিকে ধবংস করছেন। জাতীয় স্বার্থেই তাঁকে অবিলম্বে গভর্নর পদ থেকে সরাতে হবে। গত সপ্তাহে তিনি বলেছিলেন, রাজনকে শিকাগো ফেরত পাঠিয়ে দেওয়া হোক! আর মোদীকে লেখা চিঠিতে রাজ্যসভায় মনোনীত সাংসদ বলেছেন, আমি বুঝি না দেশে এত জাতীয়তাবাদী মানসিকতাসম্পন্ন বিশেষজ্ঞ থাকতে কেন ইউপিএ-র নিয়োগ করা একজনকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রেখে দিতে হবে, যিনি ভারতীয় অর্থনীতির স্বার্থের ক্ষতি করছেন!
রাজনকে সরানোর দাবি কেন তুলছেন, ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, ডঃ রাজনের ভারতীয় অর্থনীতির বিনাশ ঘটাতে ইচ্ছাকৃত প্রয়াস দেখে আমি বিস্মিত। সেজন্যই এই সুপারিশ করছি। মুদ্রাস্ফীতির রাশ টানতে রাজনের সুদের হার বাড়ানোর পরিকল্পনাকে বিপর্যয় বলেও আখ্যা দেন তিনি। পাশাপাশি রাজনের দু বছরের মেয়াদের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণের পরিমান বেড়ে সাড়ে তিন লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, এও জানিয়েছেন স্বামী। বলেছেন, এসব দেখে আমার এটাই মনে হয় যে, উনি ভারতীয় অর্থনীতির ভাল করার চেয়ে বরং তার ক্ষতি করতেই বেশি মনোযোগী।
যদিও গতকাল এ নিয়ে মন্তব্য করতে চাননি অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ তিনি বলেন, আমার মত হল, ব্যক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ইস্যু। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে তাঁর পদে রাখা হবে কিনা, নানা ইস্যুতে তাঁর ব্যক্তিগত মত কী, তা কি প্রকাশ্যে আলোচনার বিষয় হতে পারে! সরকার, রিজার্ভ ব্যাঙ্ক, দুটিই দায়িত্বশীল সংস্থা। আমরা অন্য কোনও ফ্যাক্টরে প্রভাবিত না হয়েই যা সিদ্ধান্ত নেওয়ার নেব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement