এক্সপ্লোর
Advertisement
রাজনীতিতে অমিত শাহ পোস্ট গ্রাজুয়েটের ছাত্র হলে রাহুল গাঁধী নার্সারির শিশু, কটাক্ষ হিমন্তের
আগরতলা: ত্রিপুরায় বাম দূর্গ পতনের অন্যতম কারিগর অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভোটের আগে ত্রিপুরার মাটি কামড়ে পড়েছিলেন একদা কংগ্রেসের এই নেতা। ত্রিপুরায় দলের বিপুল সাফল্যের পর হিমন্ত বলেছেন, বিজেপি সভাপতি অমিত শাহ স্নাতকোত্তরের ছাত্র। আর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নার্সারির ছাত্র।
প্রায় দুই দশক কংগ্রেসে ছিলেন হিমন্ত। অসমের তরুণ গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তিনি। ২০১৫-তে দল বদলে বিজেপিতে আসেন তিনি।
অমিত শাহ ও রাহুল গাঁধীর কাজের পদ্ধতি সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে হিমন্ত বলেছেন, রাজনীতিতে অমিত শাহ যদি স্নাতকোত্তরের পড়ুয়া হন, তাহলে রাহুল নার্সারির ছাত্র।
২০১৬-র নির্বাচনে অসমে বিজেপি জয়ী হওয়ার পর হিমন্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের মন্ত্রিসভায় শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, এর আগেও হিমন্ত রাহুলের কাজ করার পদ্ধতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি আদৌ দায়িত্বশীল রাজনীতিবিদ নন। অসমের তত্কালীন কংগ্রেস সরকার রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়ে রাহুলের সঙ্গে আলোচনা করতে আসত, তখন তিনি 'কুকুরকে খাওয়াতে ব্যস্ত' থাকতেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement