এক্সপ্লোর
Advertisement
বিনিয়োগ করেন সাইনা, প্রকাশ পাড়ুকোনও, কয়েক কোটি টাকা প্রতারণা করেছে বেঙ্গালুরুর একটি সংস্থা, অভিযোগ দ্রাবিড়ের
বেঙ্গালুরু: নিজের শহরেই প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর অভিযোগ, বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় ২০ কোটি টাকা বিনিয়োগ করার পর বেশি সুদ পাওয়া তো দূর, আসল টাকাই পুরোটা ফেরত পাননি। তাঁকে ১৬ কোটি টাকা ফেরত দেয় ওই সংস্থা। বাকি চার কোটি টাকা ফেরত পাননি তিনি। ওই সংস্থার বিরুদ্ধে সদাশিব নগর থানায় অভিযোগ করেছেন দ্রাবিড়।
সূত্রের খবর, শুধু দ্রাবিড়ই নন, সাইনা নেহওয়াল, প্রকাশ পাড়ুকোন সহ ৮০০ জনেরও বেশি বিনিয়োগকারী ওই সংস্থায় ৩০০ কোটিরও বেশি টাকা রেখেছিলেন। তাঁরাও প্রতারণার শিকার হয়েছেন। এ মাসের তিন তারিখ এক ব্যক্তি অভিযোগ করেন, তিনি ওই সংস্থায় ১১.৭৪ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। এরপরেই এই ঘটনা প্রকাশ্যে আসে।
ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাঘবেন্দ্র শ্রীনাথ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে প্রাক্তন ক্রীড়া সাংবাদিক সূত্রম সুরেশও আছেন। তিনি ওই সংস্থার ম্যানেজার ছিলেন। তাঁর মাধ্যমেই অর্থ বিনিয়োগ করেন ক্রীড়াবিদরা। এই পাঁচজন গ্রেফতার হওয়ার পরেই অন্তত ১০০ জন অভিযোগ দায়ের করেছেন।
আদালতে তদন্তকারীরা জানিয়েছেন, বছরে ৪০ থেকে ৫০ শতাংশ সুদ দেওয়ার প্রলোভন দেখিয়েছিল ওই সংস্থা। দ্রাবিড়রা যে অর্থ বিনিয়োগ করেছিলেন, সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে সন্দেহ। এই টাকার খোঁজ পাওয়ার জন্য ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
হুগলি
জেলার
Advertisement