এক্সপ্লোর
Advertisement
এক পদ এক পেনশন: ‘নাটক’ না করে রাহুল জবাব দিন কেন ৪০-বছর দেরি হল, তোপ নাকভির
নয়াদিল্লি: এক প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যাকে নিয়ে ‘রাজনীতির নাটক’ করছেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতিকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। তাঁর মতে, ‘নেতিবাচক’ রাজনীতি করে কিছু মানুষ দেশকে বিভ্রান্ত করছেন।
রাহুল গাঁধী ও তাঁর দলের বিরুদ্ধে এর আগে সার্জিক্যাল স্ট্রাইক ও সিমি জঙ্গিদের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গকে টেনে এনে অভিযোগ করেন নাকভি। তাঁর মতে, এবার এক পদ এক পেনশনকে (ওরপ) হাতিয়ার করে ‘রাজনৈতিক ফায়দা তোলার জন্য দেশে বিভ্রান্তি সৃষ্টি করতে ষড়যন্ত্র’ করছেন তিনি।
নাকভির মতে, এধরনের ‘নেতিবাচক রাজনীতি’ সেই সব বীর সেনার মনোবলে চিড় ধরাবে, যাঁরা দেশের শত্রুদের প্রত্যুত্তর দিতে প্রতিনিয়ত লড়াই করছে। রাহুলকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা প্রশ্ন, রাহুল কি সত্যিই নিহত জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, না কি পুরোটাই ‘রাজনৈতিক নাটক’ ছিল?
নাকভি জানান, পরিবারের কাছে(আত্মঘাতী প্রাক্তন জওয়ান রাম কিষণ গ্রেওয়ালের বাড়ি) গিয়ে সেখানে এক পদ এক পেনশন নিয়ে প্রশ্ন তুলে স্রেফ বিতর্ক সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। রাহুলকে উদ্দেশ্য করে তাঁর খোঁচা, এসব হল একজন অস্থায়ী রাজনীতিবিদের পূর্ণসময়ের নাটক।
নাকভি যোগ করেন, আমাদের মনে হয়, এই রাজনৈতিক নাটক বন্ধ হওয়াটা প্রয়োজন। যদি কেউ নিরাপত্তা নিয়ে একসুরে আওয়াজ না তোলেন, তাহলে দেশবাসী (তাঁকে) সমুচিত জবাব দেবে, যেমন আগে দিয়েছে।
নাকভি আরও বলেন, কংগ্রেস এখন এক পদ এক পেনশন নিয়ে প্রশ্ন তুলছে, নিজেদের দোষ আড়াল করার জন্য। নাকভির পাল্টা প্রশ্ন, নিজেদের ৪০-বছরের শাসনকালে, কেন তাহলে এই প্রকল্পের বাস্তবায়ন করল না কংগ্রেস?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement