এক্সপ্লোর
Advertisement
রাজঘাটে দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদে অনশন, বিজেপি দলিত, আদিবাসী, সংখ্যালঘু বিরোধী, ২০১৯-এর ভোটে ওদের হারাব, বললেন রাহুল
নয়াদিল্লি: বিজেপির আদর্শ দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের দমনপীড়নের। বললেন রাহুল গাঁধী। নরেন্দ্র মোদী জাতপাতের পক্ষপাতিত্ব করেন, তিনি দলিত-বিরোধী। বললেন রাহুল।
রাজঘাটে আজ সংসদের স্বাভাবিক কাজকর্ম না হওয়া, সাম্প্রদায়িকতার ইস্যুতে কংগ্রেসের দেশজোড়া অনশন কর্মসূচির সূচনা করে কংগ্রেস সভাপতি বলেন, তাঁর দল সবসময় বিজেপির 'দমনপীড়নমূলক' দর্শনের বিরোধিতা করবে।
শতাব্দীপ্রাচীন কংগ্রেস ২০১৯-এর ভোটে বিজেপি-এনডিএকে পরাস্ত করবে বলেও দাবি করেন তিনি।
কংগ্রেস সভাপতি বলেন, সারা দেশ জানে মোদী দলিত-বিরোধী, এটা কোনও গোপন কথা নয়। বিজেপি সাংসদরাই এ কথা বলেছেন।
২ তারিখ দলিতদের ডাকা ভারত বনধের পর তাঁদের উপর দেশের নানা জায়গায় অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। আজ দিল্লির রাজঘাটে সেই ‘অত্যাচার’-এর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি অনশনে বসলেন। বেলা ১০টা থেকে শুরু হয় এই অনশন।
রাহুলের অভিযোগ, ২ তারিখের ভারত বনধের জেরে গোটা দেশে দলিতদের ওপর অত্যাচারের যে সব ঘটনা সামনে এসেছে তা রুখতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। তাঁর নির্দেশে দেশের সব প্রদেশ ও জেলা দফতরে কংগ্রেস কার্যকর্তারা একই সঙ্গে যোগ দেবেন এই উপবাসে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের কপিল সিবালও অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদীর আমলে দলিতদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে। বিএসপি নেত্রী মায়াবতী বলেছেন, বিজেপি আগুন নিয়ে খেলা বন্ধ করুক, না হলে তাদের জরুরি অবস্থার পর কংগ্রেসের দশা হবে। জবাবে বিজেপি বলেছে, বিএসপি সমাজকে টুকরো করা বন্ধ করুক। রাহুল গাঁধীর প্রতি তাদের প্রশ্ন, কেন তিনি ভুয়ো খবর ছড়াচ্ছেন যে বিজেপি তফশিলি জাতি ও উপজাতি আইন তুলে দিচ্ছে?
গত লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর বিপুল জয়ের পিছনে এই দলিত সমাজের বিরাট অবদান ছিল। ২৪ শতাংশ দলিত ভোট দেন পদ্মফুলে, যা আগের থেকে দ্বিগুণের বেশি। ফলে দলিত ইস্যু সামনের লোকসভা ভোটে বিজেপির পালের হাওয়া কেড়ে নিতে পারে।
: রাজঘাটে পৌঁছলেন রাহুল গাঁধী
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement