এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদী-মমতা-রাহুল-কেজরীবাল
নয়াদিল্লি: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে তাঁর ৮১ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দর মোদী বলেন, তিনি সবসময়ই দেশের স্বার্থকে সবকিছুর ওপরে রেখেছেন। তাঁর মতো, জ্ঞানী, অভিজ্ঞ একজন মানুষকে রাষ্ট্রপতি হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের, মত মোদীর।
Birthday wishes to Rashtrapati Ji. His tremendous experience & wisdom has benefitted the nation greatly. I pray for his long & healthy life.
— Narendra Modi (@narendramodi) December 11, 2016
Pranab Da always puts India's interest above everything. We are proud to have such a well read & knowledgeable President. @RashtrapatiBhvn — Narendra Modi (@narendramodi) December 11, 2016এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও রাষ্ট্রপতিকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
Birthday greetings to honourable and most respected @RashtrapatiBhvn ji. Bhalo thakben Pranab Da — Mamata Banerjee (@MamataOfficial) December 10, 2016কংগ্রেস সহ সভাপতি তাঁর টুইট বার্তায় রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে রাজনীতিতে প্রতি পদক্ষেপে তাঁদের পথ দেখানোর জন্যে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর বিশাল অভিজ্ঞতাকে কুর্ণিশ জানিয়ে রাহুলের দাবি, এভাবেই যেন তিনি পরবর্তী সময়ও তাঁদের চলার পথে পথপ্রদর্শক হিসেবে থাকেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল তাঁর আগামী দিনে সুস্থ জীবন কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মেরঠে জন্মগ্রহণ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ২০১২ সালের ২৫ জুলাই দেশের ১৩-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। এরআগে তাঁর পাঁচদশকের বর্ণময় রাজনৈতিক জীবন থেকে শেখার আছে বহু কিছু। আজ রাষ্ট্রপতি ভবনে ‘১০০ মিলিয়নের জন্যে ১০০ মিলিয়ন’ প্রকল্পের সূচনার সঙ্গে তিনটি বই প্রকাশের মাধ্যমে পালন করা হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement