এক্সপ্লোর
Advertisement
চাষির জমি ছিনিয়ে নিয়েছেন, ন্যানো কোথায়? গুজরাতে মোদীকে তোপ রাহুলের
নয়াদিল্লি: গুজরাতে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীকে ন্যানো প্রসঙ্গ তুলে আক্রমণ রাহুল গাঁধীর। প্রশ্নের ছলে কংগ্রেস সহ সভাপতি কটাক্ষ করে বলেন, কৃষকের ঋণ মকুব হয়নি। মোদী গুজরাতে জমি ছিনিয়ে দিয়েছেন গাড়ি তৈরির প্রকল্পে। রাস্তায় তবু কেন ন্যানো নেই?
গুজরাতে সোমবার তিনদিনের সফর শেষ হচ্ছে রাহুলর। শেষদিন উত্তর গুজরাতের পাটান, মেহসানায় তাঁর কর্মসূচি রয়েছে তাঁর। পশ্চিম গুজরাতের সৌরাষ্ট্র, মধ্য ও দক্ষিণ গুজরাতে প্রচার শেষ করে গত শনিবার থেকে তিনি উত্তর গুজরাত সফরে রয়েছেন। আজ তিনি তফসিলি জাতির নেতাদের সঙ্গে কথা বলেন, কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইযের সদস্যদের সঙ্গেও দেখা করেন। পাটানে এক জায়গায় গ্রামবাসীদের কাছে যাওয়ার জন্য নিরাপত্তা ব্যারিকেড থেকে বেরিয়ে যান। তফসিলি নেতাদের সঙ্গে আলাপচারিতার সময় আরএসএস-কে তীব্র আক্রমণ করেন, ওই সম্প্রদায়ের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন রাহুল। আজও কয়েকটি মন্দির পরিদর্শনে যাওয়ার কথা কংগ্রেস সহ সভাপতির।
গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন, গুজরাত বিধানসভা ভোটে তাঁর দলের জয়ের বান ডাকবে। সুনামি ধেয়ে আসছে, বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে রাহুল বলেন, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভোটযুদ্ধটা 'সত্যি বনাম মিথ্যার লড়াই'।
রাহুল সরকারি নীতির সমালোচনার সময় ব্যক্তিগত আক্রমণ করা চলবে না বলে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সম্পর্কে হয়তো যা ইচ্ছা বলতে পারেন, তবে আমরা তাঁর সম্পর্কে কোনও কটূ, বেফাঁস কথা বলব না। রাজনীতির সৌজন্য বজায় রেখে প্রধানমন্ত্রী পদমর্যাদাকে সম্মান জানাব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement