এক্সপ্লোর
হু-র মত এড়িয়ে কেন ১৯ মার্চ পর্যন্ত মাস্ক, ভেন্টিলেটর রপ্তানি! মোদিকে নিশানা করে ট্যুইট রাহুলের
১৯ মার্চ থেকে মাস্ক রপ্তানি বন্ধের নির্দেশিকা জারি করে সরকার

নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব রাজনৈতিক দলই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চিনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সহমত পোষণ করেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারাই।
সোমবার রাহুল গাঁধী অবশ্য কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন। কেন সার্জিক্যাল মাস্ক ও ভেন্টিলেটর রপ্তানি বন্ধ করতে দেরি করল নরেন্দ্র মোদির সরকার, জোরালভাবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। ট্যুইট করে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে দেশে। এই মারণ ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা চলছে। সেই সময় মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি অভিযোগ করেছেন, দেশে করোনা সংকট তৈরি হওয়া সত্ত্বেও মাস্ক এবং ভেন্টিলেটর বিদেশে রপ্তানি বন্ধ করা নিয়ে অনেক দেরি করে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাহুলের ট্যুইট, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পর্যাপ্ত পরিমাণে সার্জিক্যাল মাস্ক ও ভেন্টিলেটর মজুত করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারপরেও কেন্দ্রীয় সরকার কীভাবে ১৯ মার্চ পর্যন্ত এগুলো রপ্তানির অনুমতি দিল? কীসের ভিত্তিতে এই হঠকারিতা? এটা কি অপরাধমূলক ষড়যন্ত্র নয়?’
গত ১৯ মার্চ থেকে মাস্ক রপ্তানি বন্ধের নির্দেশিকা জারি করে সরকার। তার আগে দেশে অনেকটাই ছড়িয়ে গিয়েছে করোনা ভাইরাস। ওই দিনই সবরকম ভেন্টিলেটর এবং সার্জিক্যাল এবং ডিসপোজেবল মাস্ক রপ্তানি বন্ধেরও নির্দেশিকা জারি করে সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
জেলার
Advertisement
