এক্সপ্লোর
স্টেশন মাস্টারকে না জানিয়েই মেরামত হচ্ছিল রেল লাইন, উৎকল এক্সপ্রেস দুর্ঘটনা তদন্তে উঠে আসা তথ্য

মুজফফরনগর: উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলিতে ট্রেন দুর্ঘটনার ওপর চমকে দেওয়ার মত তথ্য। খতৌলির স্টেশন সুপারিনটেন্ডেন্ট রাজেন্দ্র সিংহ এবিপি আনন্দকে জানিয়েছেন, স্টেশন মাস্টারকে রেল লাইনের গন্ডগোল সম্পর্কে কিছু জানানো হয়নি। বস্তুত তাঁকে অন্ধকারে রেখেই লাইন মেরামত করছিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
দুর্ঘটনার সময় ডিউটিতেই ছিলেন স্টেশন মাস্টার প্রকাশ সিংহ। কিন্তু লাইন মেরামত সম্পর্কে কিছু জানতেন না তিনি। ইঞ্জিনিয়ারিং বিভাগ যদি আগে থেকে তাঁকে এ ব্যাপারে জানাত, তবে ট্রেন থামিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন তিনি। এড়ানো যেত দুর্ঘটনা।
রাজেন্দ্র সিংহ জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগ স্টেশন মাস্টারকে রেল লাইনের জন্য মেমো দেয়। তিনি তখন দিল্লির সেকশন কন্ট্রোল থেকে ব্লক পারমিট করান। কটা থেকে কটা পর্যন্ত লাইনে কাজ চলবে, তাকে বলে ব্লক। কিন্তু খতৌলি স্টেশন থেকে কোনও রকম ব্লক নেওয়া হয়নি। ফলে লাইন খোলা অবস্থাতেই তার ওপর এসে পড়ে উৎকল এক্সপ্রেস।
গতকাল দুর্ঘটনার পর এবিপি আনন্দ ঘটনাস্থলে গিয়ে এমন কিছু প্রমাণ পায়, যাতে স্পষ্ট হয়ে ওঠে, দুর্ঘটনার সময় রেল লাইন মেরামতির কাজ চলছিল। সেই লাইনেই চলে আসে ট্রেন, ছিটকে পড়ে লাইন থেকে। দুর্ঘটনাস্থলে হাতুড়ি, রিঞ্চ সহ বেশ কিছু যন্ত্রপাতি দেখতে পায় এবিপি আনন্দ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
