এক্সপ্লোর
Advertisement
৩৬ বছরের পুরনো প্রোটোকল বাতিল, রেলে বন্ধ হচ্ছে ভিআইপি সংস্কৃতি
নয়াদিল্লি: রেলে বন্ধ হচ্ছে ৩৬ বছরের পুরনো ভিআইপি সংস্কৃতি। গত ২৮ সেপ্টেম্বর এক নির্দেশিকা জারি করে ১৯৮১ সাল থেকে চলে আসা প্রোটোকল বাতিল করে দিয়েছে রেল মন্ত্রক। রেল মন্ত্রী পীযূষ গয়াল স্বয়ং ভিআইপি সংস্কৃতি বন্ধের উদ্যোগ নিয়েছেন। তিনি রেল বোর্ডের সদস্য, প্রতিটি জোনের জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের সেলুন ও এগজিকিউটিভ ক্লাস ছেড়ে সাধারণ যাত্রীদের মতোই এসি থ্রি-টিয়ার ও স্লিপার ক্লাসে যাত্রা করার নির্দেশ দিয়েছেন।
রেল মন্ত্রকের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে কোনও অঞ্চলে রেলবোর্ডের চেয়ারম্যান বা অন্যান্য সদস্যরা গেলে জেনারেল ম্যানেজারদের তাঁদের অভ্যর্থনা ও বিদায় জানানো বাধ্যতামূলক নয়। তাছাড়া এখন থেকে রেলের কোনও আধিকারিক ফুলের তোড়া বা অন্য কোনও উপহার গ্রহণ করতে পারবেন না বলেও জানিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। তিনি আরও বলেছেন, রেলের উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতে যে কর্মীরা কাজ করেন, তাঁদের রেলের কাজ করতে হবে। তাঁদের আর বাড়িতে পরিচারক হিসেবে আর কাজ করানো যাবে না।
রেলের এক আধিকারিক বলেছেন, প্রায় ৩০,০০০ ট্র্যাকমেন তাঁদের উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতে কাজ করছিলেন। তাঁদের রেলের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ কারণ ছাড়া কর্মীদের পরিচারক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশিকা জারি হওয়ার পর এখনও পর্যন্ত ৬ থেকে ৭ হাজার কর্মী রেলের কাজে যোগ দিয়েছেন। বাকি কর্মীরাও দ্রুত কাজে যোগ দেবেন বলে আশা করছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement