এক্সপ্লোর
Advertisement
ঘরে ৫ ছেলে, ৬ দিনের মেয়েকে পরিত্যাগ করলেন রাজস্থানের দম্পতি, মারা গেল হাসপাতালে
ঝালাওয়াড়: বাড়িতে পাঁচ ছেলে। স্বর্গে বাতি দিতে তারাই যথেষ্ট, মেয়ের দরকার কী। রাজস্থানের ঝালাওয়াড়ে এক দম্পতি পরিত্যাগ করলেন তাঁদের ৬ দিন বয়সি মেয়েকে। শুনশান এক জায়গায় পাথর চাপা দিয়ে রেখে আসেন জ্যান্ত শিশুটিকে। হাসপাতালে মৃত্যু হয় তার।
বীরম লাল ও সোরাম বাঈ। পেশায় দিনমজুর। বাকানি এলাকার থোবারিয়া গ্রামের বাসিন্দা ৫ ছেলের জনক জননী এই দম্পতির শুধু ছেলে চাই, মেয়ে নয়। এবারেও আশা ছিল, ছেলে হবে। কিন্তু ৫ তারিখ সোরাম বাঈ কন্যা সন্তানের জন্ম দেন। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। স্বামী স্ত্রী সোজা চলে যান ঝালারাপাটান রোডে। এফসিআই গুদামের পাশে একটি ফাঁকা জায়গায় বাচ্চাটিকে ফেলে দেন তাঁরা। তারপর পাথর চাপা দিয়ে দেন।
দেখতে পেয়ে স্থানীয় এক বালক চেঁচামেচি জুড়ে দেয়। এলাকার মানুষ জড়ো হয়ে ধরে ফেলেন ওই দুজনকে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পাথরের তলা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বাঁচেনি সে। কোনও নিকটজনের ছোঁয়া না পেয়ে মাঝরাতে বিদায় নিয়েছে নির্মম এই পৃথিবী থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement