HMPV Virus: 'এখনও পর্যন্ত HMPV ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই', মন্তব্য চিকিৎসকের
ABP Ananda Live: 'এখনও পর্যন্ত HMPV ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই'। প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, এসব নিয়ম গুলো এখন থেকেই মানা শুরু করতে হবে বলে আমি মনে করি। মন্তব্য চিকিৎসকের ।
চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV:
এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।