এক্সপ্লোর
Advertisement
তাপমাত্রা ৫১ ডিগ্রি! ১৩০ বছরের রেকর্ড ভেঙে দেশের উষ্ণতম রাজস্থানের ফালোডি
জয়পুর: দেশের উষ্ণতম স্থান হিসেবে উঠে এল রাজস্থানের ছোট্ট শহর ফালোডি। সম্প্রতি সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এর আগে দেশের উষ্ণতম স্থানের তকমা ছিল পাঁচপদরা-র। ১৮৮৬ সালে সেখানে ৫০.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ১৩০ বছর পর সেই রেকর্ড ভাঙল ফালোডি। বস্তুত, পাঁচপদরা থেকে ফালোডির দূরত্ব মাত্র ১২৫ মাইল।
মরুভূমির রাজ্যে এমনিতেই গরমের কমতি নেই। কিন্তু এবারের গরম আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একের পর এক তাপপ্রবাহে রাজস্থানের অন্তত দু’জায়গায় তাপমাত্রা পেরিয়েছে ৫০ ডিগ্রি। মে মাসে এত বেশি গরম চুরুতে আগে কখনও পড়েনি। এর আগে ১৯৯৮-এর ২৬ মে তাপমাত্রা ৪৯.৯ ডিগ্রি ছুঁয়েছিল, এতদিন সেটাই ছিল সর্বোচ্চ।
বারমের আর জয়সলমীরেও তাপমাত্রা ৪৯.৫ ও ৪৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বিকানেরে পারদ চড়েছে ৪৯.৫ ডিগ্রি আর শ্রী গঙ্গানগরে ৪৯.১ ডিগ্রি। রাজস্থানে এমন কোনও শহর নেই যেখানে দিনের বেলা তাপমাত্রা ৪৬ ডিগ্রির নীচে নেমেছে।
অসহ্য গরমের হাত থেকে আগামী ৪৮-ঘণ্টা নিস্তার নেই বলে আগেভাগেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে, মৌসম ভবনের আশা, ২৭ তারিখের পর থেকে দাবদাহ অনেকটাই কমতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement