এক্সপ্লোর
Advertisement
বাদ সেধেছে স্বাস্থ্য, এখনই রাজনীতিতে আসছেন না, জানালেন রজনীকান্ত
রজনী টুইটারে পোস্ট করেছেন তাঁর বিবৃতি। লিখেছেন, Annaatthe ছবিটি করার সময় যা ঘটে, যেভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন, তা তিনি ঈশ্বরের বার্তা হিসেবে দেখেছেন।
চেন্নাই: রাজনীতিতে আসার কথা ঘোষণা করেও পিছিয়ে গেলেন রজনীকান্ত। তামিল সুপারস্টার জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তিনি নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন না। স্বাস্থ্যের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
আগামীকাল রজনীকান্তের নতুন দল ঘোষণার কথা ছিল, ইচ্ছে ছিল, আগামী বিধানসভা ভোটে লড়বেন। কিন্তু আজ এক বিবৃতি জারি করে তিনি জানিয়েছেন, সাম্প্রতিককালে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাতে এখন আর দল ঘোষণার পথে হাঁটতে পারছেন না। তিনি এ জন্য দুঃখিত, তাঁর যতটা খারাপ লাগছে, ততটা খারাপ এই মুহূর্তে আর কারও লাগছে না। করোনার যে নতুন স্ট্রেন এখন আতঙ্ক ছড়িয়েছে, তার উল্লেখও করেছেন রজনী। লিখেছেন, যকৃৎ প্রতিস্থাপনের জেরে এতে আক্রান্ত হওয়ার তাঁর বিরাট ঝুঁকি রয়েছে, ফলে এই মুহূর্তে রাজনীতিতে নামলে তাঁর বিপদের আশঙ্কা আছে।
রজনী টুইটারে পোস্ট করেছেন তাঁর বিবৃতি। লিখেছেন, Annaatthe ছবিটি করার সময় যা ঘটে, যেভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন, তা তিনি ঈশ্বরের বার্তা হিসেবে দেখেছেন।
গত শুক্রবার হায়দরাবাদে অসুস্থ হয়ে পড়েন থালাইভা। তাঁর রক্তচাপ ওঠানামা করতে থাকে। চিকিৎসার পর রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, এক সপ্তাহের বিশ্রাম নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রজনী লিখেছেন, কথা দিয়েও দল গঠন না করতে পারার যন্ত্রণা তিনি শব্দে ব্যাখ্যা করতে পারবেন না। তাঁর কথায়, যদি আমি শুধু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাই তবে প্রত্যাশিত রাজনৈতিক তোলপাড় তুলতে পারব না, আগামী তামিলনাড়ু বিধানসভা ভোটে জিততে পারব না। রাজনৈতিক অভিজ্ঞতা যাঁদের আছে, তাঁরা কেউ এই সত্য অস্বীকার করতে পারবেন না। থালাইভা লিখেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement