এক্সপ্লোর
Advertisement
কমল-কেজরীবাল বৈঠকের পরদিন মোদীর স্বচ্ছতা কর্মসূচির সমর্থনে রজনীকান্তের ট্যুইট
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত কর্মসূচির সমর্থনে রজনীকান্তের ট্যুইট। তামিল সিনেমার সুপারস্টারের বিপুল জনপ্রিয়তা ভাঙিয়ে তাঁকে সামনে রেখে তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত ভিত গড়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি।
গতকাল চেন্নাইয়ে দিল্লির আমআদমি পার্টি (আপ)সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে দক্ষিণী সিনেমার আরেক মেগাস্টার কমল হাসানের বৈঠকের পরদিনই রজনীকান্ত ট্যুইট করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর স্বচ্ছতা হি সেবা প্রকল্পে পূর্ণ সমর্থন রইল আমার। পরিচ্ছন্নতাই ঈশ্বরসেবা।
I extend my full support to our hon. Prime Minister @narendramodi ji’s #SwachhataHiSeva mission. Cleanliness is godliness.
— Rajinikanth (@superstarrajini) September 22, 2017
চলতি সপ্তাহেই নানা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব, শিল্পপতি, নামী পরিচিত লোকজনকে নিজে চিঠি দিয়ে তাঁর স্বচ্ছতা কর্মসূচির প্রতি সমর্থন চান প্রধানমন্ত্রী। চিঠিতে মহাত্মা গাঁধীকে উদ্ধৃত করে বলেন, আমাদের প্রত্যেকেরই স্বচ্ছতার চর্চা করা উচিত। সামনের ২ অক্টোবর গাঁধী জয়ন্তীর দিনের প্রাক্কালে দেশের সর্বত্র স্বচ্ছতা অভিযানে ব্যাপক মানুষের অংশগ্রহণে উত্সাহ জোগানোর কথাও বলেন।
তাতে সাড়া দিয়েই ট্যুইট রজনীকান্তের, যাঁর সাম্প্রতিক নানা কার্যকলাপে তাঁর অগনিত ভক্তদের মধ্যে কৌতূহল চরমে, তিনি কি সত্যিই রাজনীতিতে নামছেন। ঘটনাচক্রে, তামিলনাড়ুতে এআইএডিএমকে-র ঘরোয়া লড়াই চরমে ওঠায় বিজেপি, আপ সহ একাধিক দল দক্ষিণের এই রাজ্যে ঘোলা জলে মাছ ধরতে সক্রিয়।
গতকালের বৈঠকের পর কেজরীবাল সাম্প্রদায়িকতা ও দুর্নীতি মোকাবিলায় কমল হাসানকে সক্রিয় রাজনীতিতে নামার আবেদন করেন। কমল অবশ্য এ ব্যাপারে কিছু না বললেও কেজরীবাল তাঁর সঙ্গে দেখা করায় তিনি সম্মানিত বলে জানান। এও জানান, তাঁর বাবার আমলে তাঁদের বাসভবনে রাজনৈতিক ক্রিয়াকলাপ হতে দেখেছেন, তবে তিনি নিজে দূরেই থেকেছেন।
কমল আগে বলেছিলেন, রজনীকান্ত কখনও রাজনীতিতে এলে তিনি তাঁর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement