এক্সপ্লোর
রাজীব গাঁধী হত্যাকাণ্ডে দোষী পেরালিভালানের ওপর হামলা জেলে

রাজীব গাঁধী হত্যাকাণ্ডে দোষী পেরালিভালানের ওপর হামলা জেলে ভেলোর: জেলে রাজীব গাঁধী হত্যাকাণ্ডে দোষী এ জি পেরালিভালানের ওপর হামলা। পুলিশ সূত্রে খবর, জেলে তার ওপর হামলা চালায় অন্য এক কারাবন্দি। পুলিশ জানিয়েছে, বছর ৪৪-এর পেরালিভালানের ওপর হামলা চালায় রাজেশ নামে এক জেলবন্দি। বন্দি হাসপাতালে ভর্তি রয়েছে সে। তবে হামলার কারণ কী বা মূল ঘটনা কী হয়েছিল, সে ব্যাপারে কিছুই জানায়নি জেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ১৯৯১ সালে ২১ মে আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাহুল গাঁধীর মৃত্যুর ঘটনায় ৭ অপরাধীর মধ্যে একজন পেরালিভালান। বাকিরা হল মুরুগান, সান্থান, নলিনি, রবার্ট পায়াস, জয়াকুমার, রবিচন্দ্রন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















