এক্সপ্লোর
Advertisement
সংসদের অচলাবস্থা কাটাতে উদ্যোগী কেন্দ্র, কাল বিরোধীদের বৈঠকে ডাকলেন রাজনাথ
নয়াদিল্লি: অবশেষে নোট বাতিল ইস্যুতে সংসদের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হল কেন্দ্র। এজন্য কংগ্রেস ও তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বললেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।উল্লেখ্য, নোট বাতিল ইস্যুতে মোদী সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে বিরোধীরা।এদিন একসঙ্গে সংসদ চত্বরে ধরনায় বসলেন প্রায় দু’শো জন বিরোধী সাংসদ। একযোগে সরকার-বিরোধিতায় সামিল হল কংগ্রেস-সহ প্রায় এক ডজন বিরোধী দল।কংগ্রেসের ডাকে একমঞ্চে এল রাজ্য রাজনীতিতে যুযুধান তৃণমূল-সিপিএম। একই ধরনায় দেখা গেল সমাজবাদী পার্টি-বহুজন সমাজবাদী পার্টি, ডিএমকে-এআইএডিএমকে সাংসদেরও। সংসদের ভিতরেও এদিন ঐক্যবদ্ধ চেহারা দেখা যায় বিরোধীদের। লোকসভায় এদিন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় তাঁর সামনেই তুমুল হইহট্টগোল করে বিরোধীরা। বিরোধীদের বিক্ষোভে লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষের অধিবেশনই দিনের মতো মুলতুবী হয়ে যায়।
এই অবস্থায় ফ্লোর লিডারদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাবেন অনন্ত কুমার ও সরকারের আরও কয়েকজন মন্ত্রী।
অনন্ত কুমার বলেছেন, সংসদের কাজ অচল করে দিয়ে কোনও ফল হবে না। প্রত্যেকেই মনে করেন, কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিরোধী দলগুলি শুধুমাত্র নোট বাতিলের প্রক্রিয়া রূপায়ন নিয়ে সংশয় ব্যক্ত করেছেন। আমরা তাঁদের উদ্বেগ শুনতে প্রস্তুত। আমি তাঁদের আলোচনা শুরু করতে বলেছি। আলোচনার মাধ্যমেই তাঁরা তাঁদের মতামত জানাতে পারবেন এবং সরকার তা বিবেচনা করবে।
উল্লেখ্য, বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও নোট বাতিল বিতর্কে অংশগ্রহণের দাবি জানিয়েছে।
এরইমধ্যে সরকারি সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, আগামীকাল রাজ্যসভায় থাকবেন প্রধানমন্ত্রী।
অনন্ত কুমার বলেছেন, তিনি বিরোধীদের আলোচনা শুরু করার আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, জনগন সরকারের সিদ্ধান্তের পক্ষে রয়েছে। তাই সংসদ অচল করার পরিবর্তে বিরোধীদের আলোচনায় রাজি হওয়া উচিত।
সূত্রের খবর, অনন্ত কুমার কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে ও তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন।
এদিন লোকসভা দিনের মতো মুলতুবি হওয়ার পর অধ্যক্ষ সুমিত্রা মহাজনও বিভিন্ন দলের নেতাদের বৈঠকে ডাকেন।
এরইমধ্যে জানা গেছে, বৃহস্পতিবার সকাল দশটায় নোট-বাতিলের বিরোধী দলগুলিকে সংসদে নিজের অফিসে বৈঠকে ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement