এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর: সনিয়া-ওমরের সঙ্গে কথা রাজনাথের, নিরাপত্তা প্রশ্নে সমঝোতা নয়, বার্তা কং নেত্রীর
নয়াদিল্লি: হিজবুল মুজাহিদিনের তরুণ জঙ্গি, সন্ত্রাসবাদে কাশ্মীরের ‘পোস্টার বয়’ বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুর পর থেকে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীরের পরিস্থিতি। এখনও পর্যন্ত কাশ্মীরে জনতা-পুলিশ সংঘর্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সমস্ত বিরোধী দলের সঙ্গেই কথা বলছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লার সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র বিভিন্ন বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে এগোতে চাইছে।
আজই কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী কাশ্মীর প্রসঙ্গে এক বিবৃতি দিতে গিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে কোনও রকম সমঝোতা করা হবে না। ওমর আব্দুল্লা গতকালই বলেন, কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর দল সবরকমের সাহায্য করতে প্রস্তুত। তবে তার আগে এবিষয়ে প্রধান ভূমিকা নিতে হবে কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। কাশ্মীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এরমধ্যে দুবার উপত্যকার মুখ্যমন্ত্রী কথাও হয়েছে।
এখন পর্যন্ত অশান্ত কাশ্মীরে ২৩ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০০-রও বেশী। অশান্তির আশঙ্কায় এই নিয়ে তৃতীয়দিনের জন্যে শ্রীনগর সহ উপত্যকার সর্বত্র কার্ফুর সময়কার বিধি নিষেধ জারি করে রেখেছে প্রশাসন। শনিবার থেকেই মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। উপত্যকাকে শান্ত করতে আরও ১২ কোম্পানি আধাসামরিক বাহিনী পাঠিয়েছে সিআরপিএফ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement