এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশ নির্বাচনে মায়াবতীর বিরুদ্ধে আরপিআই প্রার্থী হচ্ছেন রাখী সাবন্ত
মুম্বই: রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার হয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন বলিউড অভিনেত্রী রাখী সাবন্ত। তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীর বিরুদ্ধে নির্বাচনী লড়াই লড়বেন, ঘোষণা আরপিআই-এর প্রধান এবং কেন্দ্রীয়মন্ত্রী রামদাস আঠাওয়ালের।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে নির্বাচনী লড়াই লড়ার বিষয় ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাখী সাবন্ত। আর তাঁর সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আরপিআই-এর প্রধান রামদাস সোমবার রাখীর নাম তাঁদের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। আঠাওয়ালেজির এই ঘোষণা সম্পর্কে রাখীর মত, তিনি তাঁর বাবার মতো। রামদাসজি যে সিদ্ধান্তই নেবেন, তাই রাখী পালন করতে প্রস্তুত, জানিয়েছেন অভিনেত্রী।
রাখীর কাছে জানতে চাওয়া হয় তাঁরতো উত্তরপ্রদেশে ভোটদানের অধিকার নেই, সেক্ষেত্রে তিনি কীভাবে এখানে নির্বাচনী লড়াই লড়বেন। রাখী জানিয়েছেন, তিনি এখানে ভুঁইফোড় বা প্যারাশ্যুট প্রার্থী হিসেবে নির্বাচনী যুদ্ধ লড়বেন। প্রসঙ্গত, এরআগেও বহু প্রার্থী উত্তরপ্রদেশে ভোটদানের অধিকার না থাকলেও, সেখান থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। রাখীও সেভাবেই তাঁর লড়াই করবেন।
এমনকি বলিউড অভিনেত্রী রাখী সাবন্ত নিশ্চিত এখানে বিজেপি এবং আরপিআই নয়া জোট তৈরি করে, উত্তরপ্রদেশে নির্বাচনী যুদ্ধে নামবেন। তাই এই দুই দলের হয়েই তিনি প্রচার করবেন এখানে। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সমস্ত পদক্ষেপের সমর্থন করে রাখী জানান, তাঁর দলের সভাপতির ওপর আস্থা রেখে মোদী রামদাসজিকে কেন্দ্রীয়মন্ত্রী করেছেন। কেন্দ্রে আরপিআই ও বিজেপি জোট বেঁধে কাজ করছে, উত্তরপ্রদেশেও এর ব্যতিক্রম হবে না, এবং তাঁরা দলের সমর্থক হয়ে সেই আদর্শকেই এগিয়ে নিয়ে যাবেন।
প্রসঙ্গত, আরপিআিই প্রধান রামদাস আঠাওয়ালেজির এই পদক্ষেপের পিছনে যে কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল দলিত সম্প্রদায়ের ওপর মায়াবতীর একাধিপত্যে ইতি টানতে চান তিনি। বেশ কয়েক বছর ধরেই বিধানসভা বা লোকসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন মায়াবতী। এবার যদি ফের নির্বাচনী লড়াইয়ে ফেরেন মায়াবতী তাহলে রামদাসের দাবি তাঁদের দলের মহিলা শাখার সভাপতি রাখীই হবেন মায়াবতীর যোগ্য বিরোধী প্রার্থী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement