এক্সপ্লোর
আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
করোনা আবহে ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির কারণে উপস্থিত থাকবেন হাতেগোনা কয়েকজন। জানাল রামমন্দির ট্রাস্ট। সূত্রের খবর, প্রধানমন্ত্রী আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমিপুজো করবেন।
![আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী Ram Temple Groundbreaking Ceremony On August 5, PM Modi To Reach Ayodhya For Ritual আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/19173010/PM-Modi-5.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা আবহে ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির কারণে উপস্থিত থাকবেন হাতেগোনা কয়েকজন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমিপুজো করবেন। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণে অযোধ্যায় এসে ভূমিপুজো অনুষ্ঠানের নেতৃত্ব করবেন তিনি। সেইসঙ্গে শুরু হবে মন্দির নির্মাণের কাজ। অযোধ্যা ও রাম মন্দির এলাকায় এটা ইহবে প্রধানমন্ত্রীর প্রথম সফর। ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভূমিপুজোর জন্য ৩ বা ৫ অগাস্ট-এই দুটি দিনের প্রস্তাব দেওয়া হয়েছিল। গ্রহনক্ষত্রর অবস্থানের হিসেবনিকেশের পরিপ্রেক্ষিতে এই দুটি দিনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভূমিপুজোর অনুষ্ঠানের তারিখ নিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রাস্টের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য একঝলকে-
· গর্ভগৃহে ৫ অগাস্ট ভূমিপুজো করবেনপ্রধানমন্ত্রী
· এই রীতিরজন্য করোনা আবহে অযোধ্যা সফরে আসবেন প্রধানমন্ত্রী
· অযোধ্যায় এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম সফর
· ভূমিপুজোরমাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মন্দির তৈরির কাজ।
· প্রধানমন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ট্রাস্টের সদস্যরা, কয়েকজনমন্ত্রী ও সাংসদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
· আরএসএসপ্রধান মোহন ভাগবতও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)