এক্সপ্লোর
Advertisement
এবিভিপি-র বিরুদ্ধে পোস্ট ঘিরে শোরগোলের পর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেন গুরমেহর
নয়াদিল্লি: আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য ভাইরাল হয়ে যাওয়া এবং তা ঘিরে ধর্ষণে হুমকি পাওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউর।
রামজশ কলেজে সেমিনার নিয়ে সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানের কন্যা গুরমেহর তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি এবিভিপিকে ভয় পাই না। আমি একলা নই। ভারতের সব ছাত্র আমার সঙ্গে রয়েছে’। #StudentAgainstABVP
তাঁর এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে যায়। তাঁকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। গুরমেহরকে আক্রমণ করার জন্য তাঁর একটি পুরানো ভিডিও সামনে আনা হয়। ওই ভিডিওতে শান্তির পক্ষে সওয়াল করতে গিয়ে গুরমেহর বলেছেন, তাঁর বাবাকে পাকিস্তান নয়, যুদ্ধ মেরেছে।
সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিশানা করা হয়। দেশদ্রোহী তকমাও দেওয়া হয়। এই সব আক্রমণ, হুমকির জবাবও দেন গুরমেহর।
কিন্তু এই ইস্যুতে নেতা-মন্ত্রীরাও ঝাঁপিয়ে পড়ার পর গুরমেহর চাপে পড়ে যান। তিনি দিল্লি ছেড়ে বাড়ি ফিরে যান।
শেষপর্যন্ত তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement