এক্সপ্লোর
'ধর্ষণ' মন্তব্যের ব্যাখ্যা চেয়ে সলমনকে তলব মহারাষ্ট্র মহিলা কমিশনের

মুম্বই:ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফের অস্বস্তিতে সলমন খান। এবার বলিউড অভিনেতাকে তলব করেছে মহারাষ্ট্র মহিলা কমিশন। উল্লেখ্য, সলমন এক সাক্ষাত্কারে বলেছিলেন, আগামী সিনেমা সুলতান-এর একটি দৃশ্যের শ্যুটিং এতটাই পরিশ্রমের ছিল যে তাঁর নিজেকে ‘ধর্ষিতা মহিলা’র মতো মনে হয়েছিল।তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। বিভিন্ন মহলে সলমনের মন্তব্যের নিন্দা করা হয়। তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আজ মুম্বইয়ে মহিলা কমিশনের দফতরে ডেকে পাঠানো হয়েছে সলমনকে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যদি সলমন হাজিরা না দেন তাহলে ধরে নেওয়া হবে যে, তাঁর পক্ষে বলার মতো কিছু নেই। এরপর কমিশন একতরফা ব্যবস্থা নেবে। এর আগে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে বলে সলমনকে চিঠি পাঠায় জাতীয় মহিলা কমিশন। জবাব না মেলায় সমন জারির সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি, ধর্ষণ নিয়ে সলমনের বিতর্কিত মন্তব্যের জেরে নির্যাতিতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন হরিয়ানার হিসারের এক নির্যাতিতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















