এক্সপ্লোর
Advertisement
বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের
মুম্বই: ২০০০ ও ৫০০ টাকার পর এবার নতুন ৫০ টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বৈধ পুরোনো ৫০ টাকার নোটগুলিও।
আরবিআই-এর ঘোষণা অনুযায়ী, গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষর সম্বলিত আসন্ন ৫০ টাকার নোটগুলি নতুন মহাত্মা গাঁধী সিরিজের আওতাভুক্ত হবে।
নতুন ৫০ টাকার নোটের মোটিফ বা বিশেষত্ব হবে হাম্পির রথ। এর মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে। নোটের বেস রঙ হবে ফ্লুরোসেন্ট ব্লু।
এর পাশাপাশি, নোটের মূল প্রেক্ষাপটের সঙ্গে মানানসই বিভিন্ন ডিজাইন, জ্যামিতিক নকশা উভয় দিকেই থাকবে। যার মাধ্যমে নোটের বৈশিষ্ট্যগত ও সুরক্ষাগত দিকগুলি ফুটে উঠবে।
এক নজরে দেখে নেওয়া যাক নতুন নোটের বৈশিষ্ট্যগুলি—
সামনের দিক
- প্রায় স্বচ্ছ রেজিস্টার যাতে ৫০ শব্দ লেখা।
- নোটের মাঝে মহাত্মা গাঁধীর পোর্ট্রেট।
- অতিক্ষুদ্রভাবে লেখা ইংরেজি হরফে আরবিআই, ইন্ডিয়া এবং ৫০ ও দেবনগরী হরফে ভারত।
- ধাতবহীন নিরাপত্তা ডোর। যেখানে দেবনগরী হরফে ভারত ও ইংরেজি হরফে আরবিআই লেখা।
- ডানদিকে অশোক স্তম্ভ।
- ওয়াটারমার্ক (জলছবি) মহাত্মা গাঁধীর ছবি ও ইলেক্ট্রোটাইপে ৫০।
- ওপরে বাঁদিক এবং নীচে ডানদিকে নম্বর প্যানেল। সেখানে নম্বরগুলি ছোট থেকে বড় হবে।
উল্টোদিকে
- বাঁদিকে নোট ছাপার সাল।
- স্বচ্ছ ভারত লোগো এবং স্লোগান।
- ভাষার প্যানেল।
- হাম্পির রথের মোটিফ।
- দেবনগরী হরফে ৫০।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
ফুটবল
Advertisement