এখন ব্যাঙ্কে একবারই ৫ হাজারের বেশি পুরনো নোট জমা: আরবিআই
নয়াদিল্লি: এবার ব্যাঙ্কে পুরনো বাতিল নোট জমা করার ক্ষেত্রে নতুন শর্ত চাপাল রিজার্ভ ব্যাঙ্ক।
৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে পুরনো নোট জমা করা যাবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। এবার নতুন নির্দেশানুসারে, ৩০ ডিসেম্বর পর্যন্ত পুরনো পাঁচশো বা হাজারের নোটে একবারই ৫ হাজার টাকার বেশি জমা করা যাবে।
তার আগে ব্যাঙ্ককে সন্তোষজনক ব্যাখ্যা সহ জানাতে হবে কেন এতদিন টাকা জমা করা হয়নি। পাশাপাশি, নির্দেশিকায় আরও বলা হয়েছে, একটি অ্যাকাউন্টে একাধিকবারে পাঁচ হাজারের বেশি জমা করার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। তবে, ব্যাঙ্ক একইসঙ্গে জানিয়েছে, প্রধাননমন্ত্রী গরিব কল্যাণ যোজনার (পিএমজিকেওয়াই) আওতায় জমা করলে, সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
এই প্রসঙ্গে, আরবিআই জানিয়েছে, একদিকে যেমন বাতিল পুরনো নোটকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার ওপর শর্ত যেমন চাপানো হয়েছে, তেমনই পিএমজিকেওয়াই-র আওতায় নতুন কর আইনে টাকা জমাকে উৎসাহ দেওয়া হচ্ছে।
এই প্রকল্পের আওতায় কালো টাকার মালিকরা বেনামি নগদ স্বেচ্ছায় ঘোষণা করে ব্যাঙ্কে জমা করতে পারেন। কর ও জরিমানা সহ মোট অর্থের ৫০ শতাংশ বাদ দিয়ে বাকিটা থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে। এর মধ্যে আবার অর্ধেক টাকা চার বছরের জন্য কেন্দ্রীয় প্রকল্পে বিনা সুদে বিনিয়োগ করতে হবে।