RBI Policy Highlights: অপরিবর্তিত রেপো রেট, কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্টের ঊর্ধ্বসীমা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা
২০২১ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির হার হতে পারে মাইনাস(-) ৭.৫ শতাংশ.. পূর্বাভাস শক্তিকান্ত দাসের
মুম্বই: রেপো রেট অপরিবর্তিত রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
তিনদিনের বৈঠকের পর এদিন সাংবাদিক সম্মেলেনর মাধ্যমে আর্থিক নীতি ঘোষণা করল শীর্ষ ব্যাঙ্ক। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এদিন বলেন, ২০২০ সালটা প্রতিকূলতায় ভরপুর থেকেছে। বারবার পরীক্ষার সম্মুখীন হয়েছে আমাদের ক্ষমতা। এমনকী, আমাদের অভ্যন্তরীণ শক্তি ও ধৈর্য্যের পরীক্ষাও হয়েছে।
২ ডিসেম্বর শুরু হয়েছিল শীর্ষ ব্যাঙ্কের আর্থিক নীতি শীর্ষক কমিটির বৈঠক। গতকাল ছিল বৈঠকের দ্বিতীয় দিন। তিনদিনের বৈঠক শেষে আজ সকাল ১১টা নাগাদ ক্রেডিট নীতির ঘোষণা করে ওই কমিটি।
দেশের অর্থনীতিতে মন্দা চলছে। সরকারিভাবে তা স্বীকার করে নেওয়া হয়েছে। অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি ৭.৬১ শতাংশে পৌঁছে গিয়েছে। সেকথাও মাথায় রাখছে।
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মত কেন্দ্রের। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে যে জিডিপি পরিসংখ্যান পেশ করা হয়েছে, তা থেকে কিছুটা আন্দাজ মিলেছে।
আরবিআই-এর ঘোষণা অনুযায়ী,
- রেপো রেট (যে সুদের হারে অন্য ব্যাঙ্ক আরবিআই-এর কাছে নগদ ঋণ নেয়) ৪ শতাংশেই অপরিবর্তিত থাকবে।
- ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত থাকবে রিভার্স রেপো রেট (যে হারে শীর্ষ ব্যাঙ্কের কাছে নগদ জমা রাখে অন্য ব্যাঙ্কগুলি)।
- কমিটি একমত যে মুদ্রাস্ফীতির হার এখনকার মতো বেশি থাকলেও, শীতের সময় আনাজ ও খরিফ শস্য এলে দাম কিছুটা কম হবে।
- আরটিজিএস সিস্টেম আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে।
- চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার থাকতে পারে ৬.৮ শতাংশ। শেষ ত্রৈমাসিকে তা হবে ৫.৮।
- জানুয়ারি মাস থেকে কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্টের ঊর্ধ্বসীমা ২ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা।
- ২০২১ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির হার হতে পারে মাইনাস(-) ৭.৫ শতাংশ।