এক্সপ্লোর
গত ৮২ বছরে দ্বিতীয়বার, দেখা গেল বিরল ‘রেড কোরাল সাপ’, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
অতি বিরল রেড কোরাল কুকরি সাপের ছবি শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। দিনদুয়েক আগে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির দুধওয়া ন্যাশনাল পার্কে এই সাপটিকে দেখা যায়। পার্কের এক কর্মী সাপটির ছবি তোলেন। সেই ছবি ট্যুইটারে শেয়ার করে বন্যপ্রাণ সংরক্ষণ ও পর্যটন সংস্থা ওয়াইল্ড লেন্স।
নয়াদিল্লি: অতি বিরল রেড কোরাল কুকরি সাপের ছবি শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। দিনদুয়েক আগে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির দুধওয়া ন্যাশনাল পার্কে এই সাপটিকে দেখা যায়। পার্কের এক কর্মী সাপটির ছবি তোলেন। সেই ছবি ট্যুইটারে শেয়ার করে বন্যপ্রাণ সংরক্ষণ ও পর্যটন সংস্থা ওয়াইল্ড লেন্স।
এই প্রজাতির সরীসৃপ দুধওয়ায় প্রথম দেখা গিয়েছিল ১৯৩৬-এ। প্রাণীবিদ্যাসম্মত নাম ওলিগোডোন খেরিয়েনসিস। এতে এই প্রজাতির সাপের উত্স স্থলও খেরি-নির্দিষ্ট অঞ্চল। এই উজ্জ্বল রঙের সাপের দর্শন খুবই কম মেলে। প্রায় ৮২ বছর পর গত বছর এই সাপ প্রথম দেখা গিয়েছিল।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পদস্থ আধিকারিক রমেশ পান্ডে জানিয়েছেন, গত কয়েক বছরে এই নিয়ে চারবার এই সাপ নজরে এসেছে।
সাপটির ছবি গত রবিবার শেয়ার করে ওয়াইল্ড লেন্স লিখেছে, দুধওয়া ন্যাশনাল পার্ক বৈচিত্র্য ও বিস্ময়ে পরিপূর্ণ। রেল কোরাল সাপ, একটি খুবই বিরল সাপ...বৃষ্টির পর আজ সন্ধেয় স্টাফ কটেজের সামনে।
লাল রঙের এই সাপ সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি কেড়ে নিয়েছে। সাপটির ছবিতে দেদার লাইক পড়েছে। প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, অপূর্ব। অনেকেই এর নজরকাড়া রঙ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিশাচর এই সাপ নির্বিষ। কীট-পতঙ্গ এর খাবার। লাল-কমলা রঙ থেকেই এই সাপের নামকরণ হয়েছে। আর এর দাঁত অনেকটা নেপালি ‘খুকরি’-র মতো। যা ডিম ভাঙতে সহায়ক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ফুটবল
ফুটবল
Advertisement