মনে পড়ে, মোদীকে ‘মওত কা সওদাগর’ বলেছিলেন আপনার মা! রাহুলকে অমিত শাহ
নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর করা রেনকোট-মন্তব্যকে ঘিরে ওঠা বিতর্কে বর্তমান প্রধানমন্ত্রীর সমর্থনে ময়দানে নামল বিজেপি।
অমিত শাহ এদিন সাফ জানিয়ে দেন, পূর্বসূরীর বিরুদ্ধে মোদীর করা মন্তব্যে কোনও ভুল নেই। একইসঙ্গে রাহুল গাঁধীকে তিনি মনে করিয়ে দেন, কীভাবে মোদীকে আক্রমণ করেছিলেন সনিয়া গাঁধী।
এদিন উত্তরাখণ্ডের একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি বলেন, মোদীজি কোনও ভুল কথা বলেননি। ইউপিএ জমানায় ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির দায় কংগ্রেস ও প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিতেই হবে।
প্রসঙ্গত, গতকাল সংসদে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে উদ্দেশ্য করে মোদী বলেছিলেন, ওনার চারপাশে বহু কেলেঙ্কারি হয়েছে, কিন্তু ওনার ভাবমূর্তিতে কোনও দাগ লাগেনি। এরসঙ্গেই মোদী যোগ করেন, ডক্টর সাহেবই একমাত্র ব্যক্তি যিনি জানেন বাথরুমে রেনকোট চাপিয়ে কী করে স্নান করতে হয়।
এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয় কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস দাবি করে, প্রধানমন্ত্রীকে এই মন্তব্য ফেরত নিয়ে ক্ষমা চাইতে হবে। এদিন কংগ্রেস ঘোষণা করে, ক্ষমা না চাইলে মোদীকে সংসদে বয়কট করা হবে। পাশাপাশি, মোদীকে একহাত নেন রাহুল গাঁধীও। তিনি জানান, মোদী এই কথা বলে প্রধানমন্ত্রীর দফতরকেই অপমান করেছেন।
এর উত্তরে এদিন অমিত শাহ বলেন, মনমোহন প্রসঙ্গে লমোদীর করা এই মন্তব্য নিয়ে কংগ্রেসের বেশি মাতামাতি করা উচিত নয়। তাঁর মতে, প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কে মোদী ‘সঠিক’ কথাই বলেছেন। তাঁর মতে, যতদূর ভাষা প্রয়োগের বিষয়টি জড়িত, কংগ্রেসও কিছু কম যায় না বলে কটাক্ষ করেন তিনি।
একইভাবে, এদিন রাহুলকেও পাল্টা একহাত নেন অমিত শাহ। কংগ্রেস সহ-সভাপতিকে মনে করিয়ে দেন, কীভাবে সার্জিক্যাল স্ট্রাইকের সময় মোদীর উদ্দেশ্যে ‘খুন কি দালালি’ ও ‘মওত কা সওদাগর’ মন্তব্য করেছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।