Republic Day 2021 LIVE Updates: হরিয়ানায় হাই অ্যালার্ট, দিল্লিতে কৃষক বিক্ষোভে নৈরাজ্য, চারটি মামলা দায়ের
কৃষক সংগঠনগুলি দাবি করেছে, আজকের মিছিলে প্রায় ২ লাখ ট্রাক্টর নিয়ে আসবে তারা। তবে মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়।
LIVE
Background
নয়াদিল্লি: আজ গোটা দেশ পালন করছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। রাজধানীর রাজপথে আজ প্রদর্শিত হবে তিন সেনাবাহিনীর শৌর্য এবং দেশের নানা প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্য। তবে এবাকরোনার জেরে অন্যান্যবারের মত জাঁকজমক হবে না এবারের অনুষ্ঠানে। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। একই সঙ্গে গত ৫০ বছরের প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে এই প্রথম এদিন কোনও প্রধান অতিথি থাকছেন না। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই উপলক্ষ্যে আমন্ত্রণ করা হয় কিন্তু ইংল্যান্ডে করোনার দ্বিতীয় পর্যায়ের আক্রমণ শুরু হওয়ায় তিনি দিল্লি আসতে পারেননি।
আজ রাজপথে ১২২ সদস্যের বাংলাদেশ সেনাও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাফাল ছাড়াও আজকের সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হবে টি-৯০ ট্যাঙ্ক, সমবিজয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান ইত্যাদি। এছাড়া থাকছে সর্বমোট ৩২টি ট্যাবলো। এগুলির মধ্যে ১৭টি আসছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, ৬টি প্রতিরক্ষা মন্ত্রক থেকে এবং বাকি ৯টি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রক এবং আধা সেনা বাহিনী থেকে। এর মাধ্যমে দেশের অসামান্য সমৃদ্ধশালী ঐতিহ্য, আর্থিক অগ্রগতি ও সেনা পরাক্রম রাজপথে গোটা বিশ্বের সামনে প্রদর্শিত হবে।
এছাড়া থাকছে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশন করা সাংস্কৃতিক অনুষ্ঠান। ওড়িশার কালাহান্ডির আঞ্চলিক নাচ বাজাসাল প্রদর্শিত হবে, থাকবে ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও আত্মনির্ভর ভারত সংক্রান্ত ট্যাবলোও। জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
এরই মধ্যে দিল্লির তিন সীমানা সিঙ্ঘু, টিকরি এবং উত্তর প্রদেশের গাজিপুরে বার হবে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের কিষাণ গণতন্ত্র প্যারাড বা ট্রাক্টর মার্চ। এ জন্য বিরাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কৃষক সংগঠনগুলি দাবি করেছে, আজকের মিছিলে প্রায় ২ লাখ ট্রাক্টর নিয়ে আসবে তারা। তবে মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়।