এক্সপ্লোর
Advertisement
আমার পরিবারেরও কেউ কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু মোদিজীর মতো বিশ্বজুড়ে সম্মান পাননি, বললেন বরুণ গাঁধী
গত ৫ বছরে মোদির গায়ে দুর্নীতির সামান্য কালির দাগও লাগেনি বলেও দাবি করেন বরুণ। বলেন, ওনার নিজের পরিবার বলতে কেউ নেই, তাহলে দুর্নীতি করবেন কার জন্য? উনি আছেন শুধু দেশের জন্যই।
বেরিলি (উত্তরপ্রদেশ): নরেন্দ্র মোদির অকুন্ঠ প্রশংসা বরুণ গাঁধীর। এবার বরুণ বিজেপির হয়ে ভোটে লড়ছেন পিলিভিট থেকে। উত্তরপ্রদেশের এই লোকসভা কেন্দ্রের প্রতিনিধি তাঁর মা, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী। তিনি এবার প্রার্থী সুলতানপুরে। ১৪টি রাজ্যের ১১৫টি কেন্দ্রের সঙ্গেই পিলিভিটে ভোট ২৩ এপ্রিল, তৃতীয় দফায়। পিলিভিটের বাহেদিতে ভোটপ্রচারে তিনি যে নেহরু-গাঁধী পরিবারের প্রতিনিধি, তার কয়েকজন সদস্য প্রধানমন্ত্রী পদে বসলেও নরেন্দ্র মোদির মতো বিশ্বজুড়ে সম্মান পাননি বলে অভিমত জানিয়েছেন প্রয়াত সঞ্জয় গাঁধী, মানেকা গাঁধীর পুত্র।
তিনি বলেছেন, আমার পরিবারের কয়েকজনও প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদি দেশের জন্য যে সম্মান কুড়িয়েছেন, তা আগে কখনও কেউ পাননি। সাধারণ ঘর থেকে উঠে এলেও দেশের জন্য মোদি অভূতপূর্ব সম্মান অর্জন করেছেন বলে জানিয়ে বরুণ বলেছেন, ভিপি সিংহের মতো কেউ ছিলেন বিগত রাজ পরিবারের লোক, নরসিমা রাও ছিলেন বিরাট মাপের, অটলবিহারী বাজপেয়ি ছিলেন সাধারণ ঘরের ছেলে। মোদিজীও খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা। দারিদ্র্যকে খুব কাছে থেকে দেখেছেন।
গত ৫ বছরে মোদির গায়ে দুর্নীতির সামান্য কালির দাগও লাগেনি বলেও দাবি করেন বরুণ। বলেন, রাজনীতিতে পাঁক আছে, সবাই জানে। এখানে মাত্র ৬ মাসে মারাত্মক অভিযোগে নাম জড়ায় অনেকের। কিন্তু মোদিজীর নামে তেমন কোনও অভিযোগই ওঠেনি। আর ওনার নিজের পরিবার বলতে কেউ নেই, তাহলে দুর্নীতি করবেন কার জন্য? উনি আছেন শুধু দেশের জন্যই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement