এক্সপ্লোর
‘আত্মীয়দের দেখতে বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে’ ভারতে, ত্রিপুরায গ্রেফতার রোহিঙ্গা মহিলা, তিন শিশু
তাদের মঙ্গলবার কৈলাসহরের সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। তিনটি শিশুকে জুভেনাইল হোম ও ওই মহিলাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি।
![‘আত্মীয়দের দেখতে বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে’ ভারতে, ত্রিপুরায গ্রেফতার রোহিঙ্গা মহিলা, তিন শিশু Rohingiya woman, 3 children held in Tripura ‘আত্মীয়দের দেখতে বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে’ ভারতে, ত্রিপুরায গ্রেফতার রোহিঙ্গা মহিলা, তিন শিশু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/13103144/rohingya2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bangladesh Myanmar Attacks
আগরতলা: বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করায় চার রোহিঙ্গা উদ্বাস্তু গ্রেফতার ত্রিপুরার উনকোটি জেলায়। পুলিশ জানিয়েছে, সূত্র মারফত্ আগাম খবর পেয়ে তারা ইরানি থানার অধীনস্থ গ্রাম ইয়েজিখারোয়ায় একটি বাড়িতে হানা দেয়। সোমবারের অভিযানে ধরা পড়ে তিনটি বাচ্চা ও এক মহিলা। থানার ওসি আলমগীর হোসেন অবশ্য ওই মহিলা বাচ্চাগুলির মা কিনা, তা স্পষ্ট হয়নি বলে জানান। তাদের মঙ্গলবার কৈলাসহরের সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। তিনটি শিশুকে জুভেনাইল হোম ও ওই মহিলাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি।
হোসেন জানান, প্রাথমিক জেরায় ওই মহিলা বলেছেন, তাঁরা আত্মীয়স্বজনদের দেখতে বেআইনি ভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকেছিলেন। এক ব্যক্তির সহায়তায় তাঁরা অসম পৌঁছন।
প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ত্রিপুরায় অন্তত ৫০ জন রোহিঙ্গা উদ্বাস্তু গ্রেফতার হয়েছে। ১৮ জানুয়ারি ভারত-বাংলাদেশ সীমান্তে সিপাহিজলা জেলার কমলাসাগরে নো-ম্যানস ল্যান্ডে বিএসএফের হাতে গ্রেফতার হয় ৩১ রোহিঙ্গা। ২৬ ফেব্রুয়ারি ওই জেলারই আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আশাবরী গ্রাম থেকে ধরা পড়ে ১৯ রোহিঙ্গা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)