রোটোম্যাক প্রতারণা: সংস্থার ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল আয়কর, বিক্রম কোঠারিকে আটক করল সিবিআই
নয়াদিল্লি: রোটোম্যাককাণ্ডে সোমবারের পর মঙ্গলবারও সংস্থার কর্ণধার বিক্রম কোঠারির বাড়িতে চলল সিবিআই ও ইডি তল্লাশি। বাজেয়াপ্ত করা হল সংস্থা ও কোঠারিদের মোট ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বিক্রম কোঠারিকে আটক করেছে সিবিআই।
কানপুরে তল্লাশি অভিযানে অংশ নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ২টি দল। পাশাপাশি, আয়কর ফাঁকির অভিযোগে রোটোম্যাকের ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আয়কর দফতর।
এর মধ্যে ১১টি অ্যাকাউন্ট গতকাল রাতে ফ্রিজ করা হয়েছে। বাকি তিনটি অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে গতমাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইডি সূত্রে দাবি, ১৪টি ব্যাঙ্ক অ্যকাউন্টের মধ্যে রোটোম্যাক গ্রুপের, তিনটি কোঠারি পরিবারেরে।
পেন প্রস্তুতকারী সংস্থার কর্ণধারের বিরুদ্ধে ৭টি ব্যাঙ্ক থেকে সবমিলিয়ে ৩ হাজার ৬৯৫ কোটি টাকা ঋণ খেলাপের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ব্যবসায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।
সোমবার ভোর চারটে থেকে বাড়ি-অফিস-সহ কানপুরে তাঁর তিনটি ঠিকানায় তল্লাশি শুরু হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বিক্রম, তাঁর স্ত্রী সাধনা ও ছেলে রাহুল কোঠারিকে। এদিন ফের জেরা শুরু হয়। পরে আটক করা হয় রোটোম্যাক-কর্ণধারকে।