এক্সপ্লোর
রয়্যাল এনফিল্ডের সব ধরনের মডেলের দাম বাড়ল

নয়াদিল্লি: ভারতে রয়্যাল এনফিল্ডের ব্যাবসা বেশ ভালোই চলছে। দেশে অন্যতম সেরা ব্র্যান্ড হয়ে উঠেছে এই ব্রিটিশ বাইক নির্মানকারী সংস্থা। ভারতের ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে আস্থা বেড়েছে কোম্পানির। এ জন্য কোম্পানি তাদের সব মডেলেরই দাম বাড়াল। যদিও এই মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। মডেলগুলির মধ্যে সবচেয়ে বেশি ৩,৬০০ টাকা দাম বেড়েছে ক্লাসিক ক্রোম-এর। এর খুচরো মূল্য দাঁড়িয়েছে ১,৭৮,০৫৮ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। সর্বনিম্ন ১,১০০ টাকা দাম বেড়ে হিমালয়ানের মূল্য হয়েছে ১,৫৬,৩৩১ (এক্স-শোরুম, দিল্লি)। মূল্যবৃদ্ধির পর রয়্যাল এনফিল্ডের বিভিন্ন মডেলের দাম- বুলেট ৩৫০- ১,০৯,৩৯২ বুলেট ইলেকট্রা ৩৫০- ১,২৩,৪৬৯ ক্লাসিক ৩৫০- ১,৩১,৩৬৮ থান্ডারবার্ড ৩৫০- ১,৪১,৭০৬ বুলেট ৫০০- ১,৫৭,০৪৭ ক্লাসিক ৫০০- ১,৬৭,৫৩৩ ক্লাসিক ৫০০ ডেজার্ট স্টর্ম- ১,৭০,৩০৭ ক্লাসিক ৫০০ ক্রোম- ১,৭৮,০৫৮ থান্ডারবার্ড ৫০০- ১,৭৯,৫১৮ কন্টিনেন্টাল জিটি- ১,৯৮,৬৯৯ হিমালয়ান- ১,৫৬,৩৩১ সূত্র- ভিকি.ইন
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















