এক্সপ্লোর
Advertisement
ছাপানোর কালি অমিল, ২০০, ৫০০-র নোট ছাপানো বন্ধ, দাবি করেও পরে অস্বীকার প্রেস ওয়ার্কার্স ফেডারেশন প্রেসিডেন্টের
নয়াদিল্লি:আপাতত বন্ধ ২০০ ও ৫০০-র নোট ছাপানোর কাজ। নোট ছাপানোর কালি বিদেশ থেকে আসছে না বলে দাবি প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট জগদীশ গডসের। ফলে এটিএমে নোট সঙ্কট বাড়ার আশঙ্কা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, নতুন আর্থিক বছরের শুরুতে এমন সমস্যা হয়। নোট ছাপানো বন্ধ হয়নি। তবে তিনি মেনে নেন, বাজারে নতুন নোট আসায় এখনও সমস্যা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্র, তেলঙ্গানার বিভিন্ন এটিএম খালি। নোট মিলছে না মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, কর্ণাটকের এটিএমেও। জানা গিয়েছে, আগামী মাসেই লাগবে ৭৫ হাজার কোটি টাকার নোট। সেকারণে নোট ছাপানোর গতি ৫ গুণ বাড়াতে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, আগামীকালের মধ্যে নোট সমস্যার সমাধান হবে।
এদিকে, নোট ছাপানোর কাজে গতি বাড়িয়েছে সরকার।চারটি প্রেসেই দিনের ২৪ ঘন্টা ধরেই চলছে ছাপার কাজ। এক সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই সপ্তাহ থেকে কোনও বিরতি ছাড়াই প্রেসগুলিতে ৫০০ ও ২০০ টাকার নোট ছাপানোর কাজ চলছে। দেশে ৭০ হাজার কোটি টাকার নোটের ঘাটতি মেটাতে দ্রুত গতিতে নোট ছাপার কাজ চলছে।
এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসপিএমআইসিএল)-র চারটি প্রেস সাধারণত দিনে ১৮-১৯ ঘন্টা চলে। ৩-৪ ঘন্টার বিরতি থাকে। কিন্তু 'অস্বাভাবিক চাহিদা'র কারণে এটিএমে নগদের অভাবের পরিপ্রেক্ষিতে দিনে ২৪ ঘন্টাতেই অবিরাম ছাপার কাজ চলছে।
নোট বাতিলের পর এভাবে ২০০০ টাকার নোট দ্রুতগতিতে ছাপা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement