এক্সপ্লোর
Advertisement
'পুলওয়ামা সন্ত্রাসে ভারতবাসীর ক্রোধেরই বহিঃপ্রকাশ ঘটানোয়' কেন্দ্র, বায়ুসেনাকে অভিনন্দন আরএসএসের, মোদির স্পষ্ট, শক্তিশালী নেতৃত্বে ভারত নিরাপদ, বললেন অমিত শাহ
নয়াদিল্লি: পাকিস্তানে ঢুকে বোমা ফেলে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, বায়ুসেনাকে অভিনন্দন আরএসএসের। সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ জোশী বিবৃতি দিয়ে বায়ুসেনা বিমানহানা চালিয়ে পুলওয়ামা সন্ত্রাসের পর ভারতের জনগণের মনে তৈরি হওয়া ক্রোধেরই বাস্তব প্রতিফলন ঘটিয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, পুলওয়ামায় জয়েশ-ই-মহম্মদের সন্ত্রাসবাদী হামলার জেরে গোটা দেশ ক্ষোভে, রাগে ফুঁসছিল। আজ নিখুঁত বিমান হানা চালিয়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঘাঁটি গাড়া জইশের ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে। আমরা ভারত সরকার ও ভারতীয় বিমানবাহিনীকে সঠিকভাবে কোটি কোটি ভারতীয়ের ক্রোধ, রাগ বাস্তবে প্রকাশ করায় অভিনন্দন জানাই। জোশীর বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় বায়ুসেনার এই হামলায় পাকিস্তানি সেনা ও সাধারণ নাগরিকদের, যারা ‘ভারতীয়’ সংস্কৃতির সঙ্গে সহমত পোষণ করেন, কোনও ক্ষতি হয়নি।
প্রায় সাড়ে তিনশ জঙ্গি, তাদের প্রশিক্ষকরা নিহত হয়েছে ভারতীয় বায়ুসেনার অভিযানে। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পাল্টা দু মিনিটেরও কম সময় বায়ুসেনা জইশের সবচেয়ে বড় ট্রেনিং ক্যাম্পে আঘাত হানে বায়ুসেনা।
এদিন বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার বিমানহানায় নতুন ভারতের শপথ, জেদ আরও দৃঢ় হবে। এই অভিযান দেখাল, নরেন্দ্র মোদির স্পষ্ট, শক্তিশালী নেতৃত্বে ভারত নিরাপদ রয়েছে। বিবৃতিতে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্বকে অভিনন্দন, কুর্নিশ জানাই। আমাদের নতুন ভারত কোনও সন্ত্রাসবাদী হামলা, তাতে যুক্ত লোকজন, তাদের পৃষ্ঠপোষকদের ছেড়ে কথা বলবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
খবর
ক্রিকেট
Advertisement