এক্সপ্লোর
Advertisement
দক্ষিণপন্থীদের বিরুদ্ধে লেখালেখি করা নিহত গৌরী লঙ্কেশকে শ্রদ্ধা আরএসএসের
ভোপাল: দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে বরাবর স্পষ্ট অবস্থান নিয়ে লেখালেখি করা গত মাসে আততায়ীর গুলিতে নিহত কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশকে শ্রদ্ধা জানাল আরএসএস। গৌরী সহ সমাজ জীবনে অবদান রেখে যাওয়া অনেককেই সম্মান জানানো হয়েছে সেখানে।
ভোপালে সঙ্ঘের বার্ষিক দেওয়ালি বৈঠক বসেছে। সেখানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত সহ দেশের বিভিন্ন রাজ্যের আরএসএস নেতারা হাজির হয়েছেন। সেই সভাতেই গৌরীর পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ইসরোর প্রাক্তন চেয়ারপার্সন ইউ আর রাও ও সমাজ জীবনের নানা ক্ষেত্রের কৃতী মানুষজনকে।
আরএসএসের প্রচার প্রমুখ মনমোহন বৈদ্য জানান, সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিনী মন্ডলের বৈঠকে শ্রদ্ধা জানানো হয়েছে, এমন নানা স্তরের মানুষের দীর্ঘ তালিকা আছে। সেই তালিকায় গৌরী লঙ্কেশও আছেন।
গত ৫ সেপ্টেম্বর গৌরী বেঙ্গালুরুতে নিজের বাসভবনের বাইরে গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুতে আলোড়ন হয় দেশজুড়ে।
আজ থেকে শুরু হওয়া সঙ্ঘের তিনদিনের বৈঠকে দেশের অর্থনীতির হাল, মায়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসা, গোরক্ষকদের বিরুদ্ধে ওঠা হিংসা ছড়ানোর অভিযোগের মতো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement