এক্সপ্লোর
Advertisement
ফের খুন আরএসএস কর্মী, কান্নুরে আফস্পা-র দাবি বিজেপি-র
কান্নুর: কেরলে ফের খুন হলেন এক আরএসএস কর্মী। ঘটনাটি কান্নুর জেলার পায়ানুর শহরের। নিহত ব্যক্তির নাম চুরাকাড বিজু। পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন বিজু। সেই সময় তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। এরপরেই তাঁকে আক্রমণ করা হয়। বিজুর বিরুদ্ধে এক সিপিএম কর্মীকে খুন করার অভিযোগ ছিল। গ্রেফতার হলেও সম্প্রতি জামিনে মুক্তি পান বিজু। তাঁর হত্যার ঘটনায় সিপিএম-এর বিরুদ্ধে অভিযোগ করে কান্নুর জেলায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) জারির দাবি করেছে বিজেপি। সিপিএম অবশ্য এই খুনের সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে।
কেরলে শাসক দল সিপিএম-এর সঙ্গে আরএসএস, বিজেপি-র সংঘর্ষ নতুন ঘটনা নয়। এ বছরের জানুয়ারিতে দু পক্ষের নেতারা শান্তিচুক্তি করেন। তারপর এই প্রথম রাজনৈতিক সংঘর্ষে একজনের মৃত্যু হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কান্নুরে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
বিজুর খুনের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে কেরলের বিজেপি সভাপতি কুম্মানাম রাজশেখরণ বলেছেন, রাজ্য সরকার হিংসা থামাতে ব্যর্থ। সিপিএম কর্মীরা বিরোধীদের উপর আক্রমণ করে চলেছে। মুখ্যমন্ত্রীও তাদের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। শান্তিচুক্তি ভঙ্গ করেছে সিপিএম। তাই কান্নুরকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে আফস্পা জারি করা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement