এক্সপ্লোর
Advertisement
কেরলে নাবালিকাকে ‘অপহরণ ও ধর্ষণ’, গ্রেফতার আরএসএসের মুখ্য শিক্ষক
তিরুবনন্তপুরম: কেরলের তিরবনন্তপুরমে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরএসএসের এক মুখ্য শিক্ষক। জয়দেব নামে ২০ বছরের ওই মুখ্যশিক্ষককে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো)-র আওতায় গ্রেফতার করা হয়েছে। জয়দেবের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ পুলিশের কাছে রয়েছে।
গতকাল জয়দেবকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২১ জুলাই অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটে। এরপর থেকেই ফেরার ছিল অভিযুক্ত জয়দেব।
ফেরার থাকা অবস্থাতেই চলতি মাসের গোড়ায় তিরুবনন্তপুরমে হিংসাত্মক ঘটনায় জয়দেব নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ ।
অপহরণ ও ধর্ষণের মামলায় প্রত্যক্ষদর্শীদের হুমকিও দিয়েছিল জয়দেব। এমনকি, মামলা তুলে নিতে নির্যাতিতার বাবা-মায়ের ওপর চাপও তৈরি করে জয়দেব।
জানা গেছে, অভিযুক্ত নির্যাতিতার বাবা-মাকে একটি চিঠি লিখেছিল। সেই চিঠি তাঁরা পুলিশের হাতে তুলে দেন। গত বুধবার আরএসএসের ওই কর্মীকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে।
তিরুবনন্তপুরমে সিপিএম নেতার বাড়িতে বোমা ছোঁড়ার ঘটনাতেও অভিযুক্ত জয়দেব। এছাড়াও দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ওপর হামলা ও দুটি বাড়ি ভাঙচুরের ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement