এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘ভারতের সহনশীলতাকে যেন দুর্বলতা বলে কেউ না ভাবে’, পাকিস্তানে ঢুকে অভিযান চালানোয় বায়ুসেনা, মোদি সরকারের প্রশংসা, প্রস্তাব পাশ আরএসএসের প্রতিনিধিসভায়
![‘ভারতের সহনশীলতাকে যেন দুর্বলতা বলে কেউ না ভাবে’, পাকিস্তানে ঢুকে অভিযান চালানোয় বায়ুসেনা, মোদি সরকারের প্রশংসা, প্রস্তাব পাশ আরএসএসের প্রতিনিধিসভায় RSS praises Air Force, Modi govt for air strike in Pakistan ‘ভারতের সহনশীলতাকে যেন দুর্বলতা বলে কেউ না ভাবে’, পাকিস্তানে ঢুকে অভিযান চালানোয় বায়ুসেনা, মোদি সরকারের প্রশংসা, প্রস্তাব পাশ আরএসএসের প্রতিনিধিসভায়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/13190416/RSS-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গোয়ালিয়র: পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদী হামলা চালানোর ঘাঁটি ধ্বংস করায় ভারতীয় বায়ুসেনার প্রশংসা করে প্রস্তাব গ্রহণ করল আরএসএস। শুক্রবার এখানে শুরু হওয়া আরএসএসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী মঞ্চ অখিল ভারত প্রতিনিধি সভার তিনদিনের বৈঠকের প্রথমদিন পড়শী দেশের মাটিতে প্রতিপালিত সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পে অভিযানের সিদ্ধান্ত নেওয়ায় মোদি সরকারেরও প্রশংসা করেছে সঙ্ঘ পরিবার।
আরএসএসের সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য বলেছেন, বিমান হামলার জন্য বায়ুসেনার ও অভিযানের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রশংসা করেও অভিনন্দন প্রস্তাব পাশ হয়েছে বৈঠকে। দেশবিরোধী শক্তিগুলির মোকাবিলায় একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ধরনের শক্তিগুলি সম্পর্কে দেশবাসীরও সাবধান থাকা উচিত।
বৈঠকে ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে সিআরপিএফ জওয়ানদের মৃত্যু, অন্যান্য জঙ্গি হানায় সশস্ত্র বাহিনীর জওয়ানদের প্রাণহানিতেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ভারতের সহনশীলতাকে যেন তার দুর্বলতা বলে কেউ না ভাবে।
বৈঠকে শবরিমালা মন্দিরে সব বয়সেরক মেয়েদের প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের আলোড়ন ফেলা সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হবে। প্রতিনিধিসভার ১৪০০ সদস্য অংশগ্রহণ করবেন। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, ভাইয়াজি জোশীর মতো শীর্ষ নেতাও তাঁদের মধ্যে রয়েছেন।
বৈদ্যের অভিযোগ, কেরলের সিপিএম সরকার সুপ্রিম কোর্টের রায়ের পর হিন্দুদের ভাবাবেগ নিয়ে ছেলেখেলা করছে, অ-হিন্দু মহিলাদের জোর করে মন্দিরে ঢুকিয়ে দিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্তের মূল মর্মবস্তুকেই লঙ্ঘন করছে।
রামমন্দির ইস্যু নিয়ে বৈদ্য বলেন, বিষয়টির সঙ্গে যুক্ত সব পক্ষই সুপ্রিম কোর্টে তাদের মতামত দিচ্ছে। বিচার বিভাগের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যাবতীয় বাধা কাটিয়ে অযোধ্যায় মন্দির নির্মাণ হবে বলে আমরা আশাবাদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)